শেষ হয়েছে বিপিএলের ১১ তম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। গ্রুপ পর্বের ৪২ ম্যাচের ৩২ টি ই শেষ ইতোমধ্যে চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলও। এরইমধ্যে রংপুর প্লেঅফ নিশ্চিত করে ফেলেছে। কাগজে কলমে কোনো দলই বাদ যায়নি তবে টানা চার হারে প্লে-অফ খেলার সমীকরণ কঠিন করে ফেলেছে সিলেট স্ট্রাইকার্স।
৯ ম্যাচে ৮ জয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা নিয়ে চিটাগং কিংস ও ফরচুন বরিশালের লড়াইটাও জমেছে বেশ! ৮ ম্যাচে ৬ জয়ে তামিম ইকবালের দল বরিশাল আছে দুইয়ে। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চিটাগং আছে ঠিক তার পরেই।
৯ ম্যাচের ৪টি জিতে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে খুলনা টাইগার্স। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে ৫ এ আছে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী।আর এদিকে চট্টগ্রাম পর্বের ৩ ম্যাচের ২ টি ই জিতে টুর্নামেন্টে প্লে-অফ খেলার দৌড়ে খুলনা টাইগার্স আর দুর্বার রাজশাহীর সঙ্গে লড়াই করছে ঢাকা ক্যাপিটালস।
বিপিএল পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান
রংপুর রাইডার্স ৯ ৮ ১ ১৬ +১.২২৩
ফরচুন বরিশাল ৮ ৬ ২ ১২ +০.৯৯৩
চিটাগাং কিংস ৯ ৫ ৪ ১০ +১.০৪৫
খুলনা টাইগার্স ৯ ৪ ৫ ৮ -০.১৪৮
দুর্বার রাজশাহী ১০ ৪ ৬ ৮ -১.৪০০
ঢাকা ক্যাপিটাল ১০ ৩ ৭ ৬ -০.১৫৬
সিলেট স্ট্রাইকার্স ৯ ২ ৭ ৪ -১.২৪৮