বর্ষসেরা ওয়ানডে দলে নেই বাংলাদেশের কেউ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-01-24 16:38:55

ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ শুক্রবার বর্ষসেরা একদশের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক এ সংস্থাটি। যেখানে ২০২৪ সালে এক দিনের ক্রিকেটে ভাল পারফর্মেন্স করা খেলোযাড়দের নিয়ে এই একাদশ গড়া হয়েছে।

আইসিসি প্রকাশিত এ তালিকায় নেই কোনো টাইগার খেলোয়াড়ের নাম। তবে শুধু বাংলাদেশ নয় এ তালিকায় ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারও স্থান পাননি।

প্রকাশিত তালিকায় অধিনায়ক হিসেবে আছেন শ্রীলঙ্কার অসিথ আসালঙ্কা। তিনি ১৬টি ম্যাচে ৬০৫ রান করেছেন। গড় ৫০.২। একটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। এছাড়াও লঙ্কার তিন ক্রিকেটার একাদশে জায়গা পেয়েছেন। গত বছর ১৮টি ওয়ান ডে ম্যাচ খেলেছে তারা। যেখানে ১২টি ম্যাচ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

একাদশে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে রয়েছেন তিন জন করে। এক জন ওয়েস্ট ইন্ডিজের। গত বছর পাকিস্তান ৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৭টিতে জয় তুলে নিয়েছে। আফগানিস্তান ১৪টি ম্যাচে ৮টিতে জিতেছে। আর ৯ ম্যাচে ৪২৫ রান করে একাদশে নিজের জায়গা করে নিয়েছেন ২০২৩ সালে জাতীয় দলে অভিষিক্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার শেরফানে রাদারফোর্ড। এশিয়ার বাইরে থেকে একমাত্র ক্রিকেটার হিসাবে সেরা ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন তিনিই।

বর্ষসেরা ওয়ানডে একাদশ-
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক) (শ্রীলঙ্কা), সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান) পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ),আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান),ওয়ানিন্দৃ হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহীন শাহ আফ্রিদি(পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), আল্লাহ গাজানফার(আফগানিস্তান)।

Related News