ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরকে সামনে রেখে চোট কাটিয়ে উঠেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। চোট নেরে ওঠার পাশাপাশি ঘরোয়া রঞ্জি ও বিজয় হাজারে ট্রফিতেও বেশ ভালো পারর্ফমেন্স করেছেন তিনি। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা নিশ্চিতও হয়েছে তার।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়ায় সবাই ভেবেছিলো চলতি মাসে ইংল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইডেন হয়ে জাতীয় দলের জার্সিতে ফিরবেন শামি। তবে শেষ পর্যন্ত শামিকে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম একাদশে রাখেনি বোর্ড।
২০২৩ সালের শেষদিকে চোটে পড়ার পর লম্বা সময় দলের জার্সিতে দেখা যায়নি শামিকে। ইডেনেও তাকে দেখতে না পাওয়ায় কিছুটা হতাশা জমেছিলো ভারতের ক্রিকেট ভক্তদের মনে। তবে এবার তাকে কেনো একাদশে রাখা হয়নি তার কারণ ব্যাখখ্যা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বোর্ডের ভাষ্যমতে শামিকে দলে না রাখার প্রথম কারণ হলো টিম কম্বিনেশন। আর দ্বিতীয় কারণ হল, টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না।
গত দু’বছর শামি কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। ২০২২ সালের অ্যাডিলেডে ইংল্যান্ডে র বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শামি। জানা গেছে, ওয়ান ডে আর টেস্টের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের ‘স্কিম অফ থিংসে’ রয়েছেন শামি। তাছাড়া সামনের বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার জন্য সম্পূর্ণ নতুন একটা দল তৈরির চিন্তা-ভাবনা রয়েছে বিসিসিআইয়ের । তাই তাকে নিয়ে কোনো ঝুকি নিতে চান না বোর্ড ও প্রধান কোচ গৌতম গম্ভীর।
বোর্ড সূত্রে জানা গেছে, না খেললেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জুড়ে দলের সঙ্গে থাকবেন তিনি। মুলত দীর্ঘদিন দলের সঙ্গে না থাকায় মানসিক দুর্বলতা কাটিয়ে উঠার জন্য তাকে স্কোয়াডে রাখা হচ্ছে। যেখানে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করতে পারবেন তিনি।