দেবীপক্ষের সূচনায় প্রার্থনার আয়োজন কুবি সনাতনী শিক্ষার্থীদের

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার শুরুর লগ্ন শুভ মহালয়া আজ। মহালয়া উপলক্ষ্যে চণ্ডীপাঠ শোনা ও প্রার্থনার আয়োজন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন করেন তারা।

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীরা চণ্ডীপাঠ শুনে, দেবী দূর্গার প্রণাম মন্ত্র পাঠ করেন, শ্যামা সঙ্গীতের মাধ্যমে দেবী বন্দনা করেন৷ শেষে ধুনুচি নৃত্যের মাধ্যমে এ আয়োজন শেষ করেন তারা।

এ আয়োজন সম্পর্কে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অন্তু চন্দ বলেন, ‘আজ থেকে দেবী পক্ষের সূচনা। দেবী দূর্গার আগমনী ডাকে সাড়া দিয়ে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা আজকে মহালয়ার এ শুভ সকালে ছোট্ট পরিসরে ধর্মীয় আচার পালনের আয়োজন করেছি। সকল অশুভ শক্তির বিনাশ হোক এবং শুভ শক্তির উত্থান হোক এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা।’

প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শারদীয় দুর্গাপূজার শুরু হলেও মূলত আজ থেকেই এ পূজার লগ্ন শুরু হবে। এরপর আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এ বছরের দুর্গোৎসবের সমাপ্তি হবে।