হাল্ট প্রাইজ চবি শাখার অনক্যাম্পাস রাউন্ডের আয়োজক কমিটি গঠন
হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ অনক্যাম্পাস রাউন্ডের জন্য নতুন আয়োজক কমিটি ঘোষণা করেছে। ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে রয়েছেন মোঃ আমিনুল ইসলাম শরীফ ও চিফ অফ স্টাফ জান্নাতুল মাওয়া মিথিলা।
শুক্রবার (৮ নভেম্বর) এই আয়োজক কমিটি গঠিত হয়। ৮টি বিভাগে বিভক্ত, এই কমিটি উদ্ভাবনী ধারণা এবং সামাজিক প্রভাব তৈরিতে কাজ করবে।
এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কম্পিটিশন যুক্ত হয়েছে, যা ২০টি দেশে, বাংলাদেশসহ, অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের অনক্যাম্পাস রাউন্ড থেকে শীর্ষ দলগুলো জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
ক্যাম্পাস ডিরেক্টর মোঃ আমিনুল ইসলাম শরীফ বলেন, "ন্যাশনাল কম্পিটিশনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উদ্ভাবনী সমাধান তৈরির বড় সুযোগ পাচ্ছে।"
প্রতিটি বিভাগের নেতৃত্বে রয়েছেন: রাফসান হোসেন আলভী,সবুক্তগীন মাহমুদ,কারিন সাফফানা, ইউশা জামান তুর্য্য, ফারিজা নূর, খালেদ মাহমুদ অনিক, কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ, শাহনূর ইসলাম আদিব, নিশাত ফারিহা ঐশী, আসমা বিনতে রাশিদ, শেখ মাইনুর রহমান, শম্পা সেন, হাম্মাদ আকবর, মতাম্মিম হোসাইন জারিফ, নওসাবা হক তাসফিয়া ও আবরার নাজমুল নাফি।