তরুণদের যুগান্তকারী একটি পদক্ষেপ ‘উদ্যোক্তা’

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এন্ট্রাপ্রেনিউরস পভ

এন্ট্রাপ্রেনিউরস পভ

হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব উদ্যোক্তা দিবস উপলক্ষে ‘এন্ট্রাপ্রেনিউরস পভ’ শীর্ষক একটি অনুপ্রেরণামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা এমন কথা বলেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের প্রধান লক্ষ্য ছিল তরুণদের উদ্যোক্তা মানসিকতা তৈরিতে সহায়তা করা এবং উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন। আরও ছিলেন নেক্সজেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ও মালিক মনজুরুল হক এবং সিকো এরিনার ডিরেক্টর ইসমাম চৌধুরী। বক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প এবং চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্যোক্তা হয়ে উঠার অনুপ্রেরণা যোগায়।

বক্তাদের দিকনির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করার সাহস পেয়েছেন বলে জানান অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

এবারের অন ক্যাম্পাস রাউন্ডের ক্যাম্পাস ডিরেক্টর মো. আমিনুল ইসলাম শরীফ ও চিফ অফ স্টাফ জান্নাতুল মাওয়া মিথিলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, এবং সহ- সভাপতিত্ব করেন হাল্ট প্রাইজ চবি শাখার উপদেষ্টা মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম।

কে এম হাসান রিপন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আমরা নোবেল পুরস্কারকে সম্মান করি। কিন্তু শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো প্রায়ই উপেক্ষিত হয়। হাল্ট প্রাইজ একটি 'শিক্ষার্থী নোবেল প্রক্রিয়া' হিসেবে কাজ করে, যেখানে সম্ভাবনাময় উদ্যোক্তারা সঠিক ব্যক্তিদের সঙ্গে সংযোগের সুযোগ পান—যা সম্ভাবনাকে সাফল্যে রূপান্তর করার মূল চাবিকাঠি।

অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন ‘এন্ট্রাপ্রেনিউরস পভ’ প্রোগ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এ ধরনের আয়োজন তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং ভবিষ্যতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

এই আয়োজন তরুণদের উদ্যোক্তা চেতনা বিকাশে একটি বড় ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানের বক্তাদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা অংশগ্রহণকারীদের নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করেছে।