চবিতে 'আন্ডারট্যাকিং এন্ড স্টিয়ারিং রিসার্চ' সেমিনার

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেইন গেট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেইন গেট।

গবেষণা বিষয়ক দক্ষতা বৃদ্ধি ও গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আন্ডারট্যাকিং এন্ড স্টিয়ারিং রিসার্চ' শীর্ষক সেমিনার। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ.কে. খান অডিটোরিয়ামে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন খান। 

সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন- মোনাশ বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার গণমাধ্যম ও যোগাযোগ অধ্যয়ন বিভাগের প্রভাষক ড. আব্দুল আজীজ। তিনি 'পাবলিশিং ইউর রিসার্চ' শীর্ষক আলোচনা করবেন। এছাড়া সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও নয়া মাধ্যম বিভাগের পিএইচডি ক্যান্ডিডেট মোহাম্মদ তারেক হোসেন 'আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ এন্ড ক্যারিয়ার ইন রিসার্চ' শীর্ষক আলোচনা করবেন। 

বিজ্ঞাপন

আলোচক হিসেবে থাকছেন- আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোছলেম উদ্দিন এবং কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ অ্যাসোসিয়েশন, চবির সভাপতি ড. মো. শহীদুল হক। এতে সভাপতিত্ব করবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোসেন।

চবি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ও চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি এবং কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ অ্যাসোসিয়েশন সহযোগিতায় হবে এ সেমিনার।