ইবিতে পর্দা উঠলো শহীদ ওসামা-সাব্বির স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে 'শহীদ ওসামা-সাব্বির স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট' শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।

বিজ্ঞাপন

এসময় আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. ইকবাল হোছাইন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শহিদ ওসামা ও সাব্বিরের নামে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। আমরা চাই এর মাধ্যমে জুলাই আন্দোলনের সকল শহিদরা আমাদের মাঝে বেঁচে থাকুক। এছাড়া খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভালো সম্পর্ক ও বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতি গড়ে উঠে। সবাইকে গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, তোমরা শিক্ষার্থীরা যেভাবে দেশ পরিবর্তন এনে দিয়েছো একইভাবে সুষ্ঠু সংস্কৃতি ও ভালো কাজে প্রতিযোগিতা করবে। আমার ভালো কাজের সহযোগিতা সবসময় পাবে ইনশাআল্লাহ।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের যে দুই জন শহিদ ওসামা ও শহিদ সাব্বির তাদের নামে এমন আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে জুলাইয়ের শহিদরা আমাদের মাঝে সবসময় বেঁচে থাকবে। আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি।

উল্লেখ্য, বিভিন্ন বিভাগ এবং জেলা কল্যাণ এর ভিত্তিতে ভাগ হয়ে মোট ৩২ টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। নক আউট পদ্ধতিতে শুরু হওয়া এই টুর্নামেন্ট টানা দুইদিন চলমান থাকবে।