চুয়েটে র‍্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের ১১ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুসারে, বহিষ্কারাদেশের তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ও কমিটির সদস্যসচিব মো. মাহবুবুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চুয়েটের ২৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে প্রধান গেটের বাইরে হেনস্তার অভিযোগ ওঠে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এরপর তাদের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। এই সময় তারা আবাসিক হলে অবস্থান করতে পারবে না। তবে ১৫ দিনের মধ্যে তারা অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিলের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং অভিযুক্ত শিক্ষার্থীদের শুনানির পরিপ্রেক্ষিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।