৪৫ জেলার প্রতিযোগী নিয়ে বাকৃবিতে ভিবিডির সলিউশন হান্ট ২.০

  • বাকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ময়মনসিংহ জেলার আয়োজনে সলিউশন হান্ট ২.০ এর প্রজেক্ট আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের ৪৫টি জেলা ও ৩৫টিরও বেশি প্রতিষ্ঠান থেকে প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী ওই আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ১২১টি দল প্রথম রাউন্ডে নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতায় প্রাথমিক আবেদন এবং একবার যাচাইয়ের পরে ১২১ দলের মধ্যে ১০টি দলকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিবিডির ময়মনসিংহ জেলার সভাপতি তানভীর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবির সহকারী প্রক্টর ও বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, ভিবিডির জাতীয় বোর্ডের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ মুজতবা, ভিবিডি জাতীয় বোর্ডের সহ সভাপতি মেহেদী হাসান ইমন, ভিভিডি ময়মনসিংহের সভাপতি নূর আলম নাহিদ, ধূমকেতু এক্স এর প্রতিষ্ঠাতা ও সিইও নাহিয়ান আল রহমান অলি এবং কোতোয়ালী থানার ওসি অপারেশন নূর মোহাম্মদ।

এদিন বাকৃবি থেকে টিম ফুড সেফটি স্কোয়াড; বরিশাল থেকে টিম ত্রীয়; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে টিম আলফা ও টিম এগ্রোপ্রোটেক্টর; নেত্রকোনা থেকে টিম গালর্স টক; ময়মনসিংহ থেকে অহর্নিশ, টিম সর্বহারা ও টিম পিসফুল পাইওনিয়ার্স তাদের উদ্ভাবনী বিভিন্ন উপস্থাপনা প্রদর্শন করে।

অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের উপস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সেরা তিনটি দল নির্বাচিত হয়েছে বাকৃবির টিম ফুড সেফটি স্কোয়াড, বরিশালের টিম ত্রীয় ও নেত্রকোনার টিম গালর্স টক।

ভিবিডির ময়মনসিংহ জেলার সভাপতি তানভীর আহমেদ বলেন, সলিউশন হান্ট ২.০ মূলত একটি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানের একটি প্লাটফর্ম। আমাদের এখানে সারাদেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। সলিউশন হান্ট ২.০ তে ৪৫টি জেলা ও ৩৫টিরও বেশি প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। দুই ধাপ বাছাইপর্ব শেষে সেরা দশটি দল নিয়ে আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আজকে সেরা তিনটি দলকে আমরা পুরস্কৃত ও অর্থায়ন করেছি যাতে তারা তাদের প্রকল্প বাস্তবায়ন করতে পারে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

ভিবিডি জাতীয় বোর্ডের সহ সভাপতি মেহেদী হাসান ইমন বলেন, ভিবিডি জাগো ফাউন্ডেশনের একটি অংঙ্গপ্রতিষ্ঠান যা যুবকদের নিয়ে কাজ করে। দেশের ৬৪ জেলাতেই আমাদের বোর্ড রয়েছে এবং এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে কাজ করে। ভিবিডি সারাদেশের তরুণদের নিয়ে কাজ করে যারা বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে বের করে এবং এর সমাধানের চেষ্টা করে। আমাদের ভিবিডির লক্ষ্য দেশের উন্নয়নে প্রতিটি তরুণকে দক্ষ করে তোলা।