রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেন। কিন্তু শিক্ষার্থীদের দাবী উপেক্ষা করে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী আওয়ামী দোষরদের বিচার না হওয়া পযন্ত এখনই ছাত্রসংসদ নির্বাচন হতে পারে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন রকম পোস্ট করেন।
শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এক জরুরি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৫ তারিখের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবি পেশ করেন।
শিক্ষার্থীদের দাবী, ছাত্র সংসদের আগে বেরোবিতে অন্য কোন নির্বাচন নয়। আগামী ৫ জানুয়ারির মাঝে ছাত্র সংসদের পূর্ণ রুট ম্যাপ ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। লেজুরবৃত্তিক যেকোন ছাত্র রাজনীতির কর্মকান্ডে যুক্ত থাকলে শাস্তির বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তা সিন্ডিকেট মিটিং এ পাশ করতে হবে।
কিন্তু শিক্ষার্থীদের এই দাবী উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক আল আমিন ইসলাম তার ফেইসবুক প্রোফাইলে একাধিক পোস্ট করেন। পোস্ট গুলো হলো, "যারা ক্যাম্পাসকে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র বানিয়েছে, তাদের কথায় ছাত্রসংসদ নির্বাচন হবেনা"।
অন্য পোস্টে লিখেছেন যে, "বাটোয়ারা নিয়ে ব্যাস্ত, নিজেদের পূনর্বাসনে ব্যাস্ত, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে ব্যাবসা করা বিতর্কিতদের দাবিতে ছাত্রসংসদ হতে পারেনা"।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী ইয়ামিন হোসেন বলেন,আমরা অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চাই যেটা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ও আমরা চেয়ে আসছি কিন্তু ছাত্র সংসদ নির্বাচন পাইনি। তবে বর্তমান সময়ে কিছু ছাত্রলীগ ও আওয়ামী লীগের সিন্ডিকেট সুবিধাভোগী সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ে তাদের পুনর্বাসনের জন্য দ্রুত সময় নির্বাচন চাচ্ছে। শিক্ষার্থীরা বিষয় গুলো বুঝতে পারেছে। আমরা চাই একটা যৌক্তিক সময় নির্বাচন হোক। শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সন্ত্রাসী ছাত্র লীগ ও আওয়ামী লীগের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন (ছাত্র সংসদ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী)বেরোবিতে অনুষ্ঠিত হতে পারে না। বিচারের আগে নির্বাচন হলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন হবে আমরা তাদের পুনর্বাসন হতে দিবো না।
এ বিষয়ে ছাত্রদলের আহবায়ক আল আমিন ইসলাম বলেন, আমরা এখন ছাত্রসংসদ নির্বাচন চাচ্ছি না এমন টা না। আমরা চাচ্ছি ক্যাম্পাসে এখনো ছাত্রসংসদ নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।একটি স্বার্থন্বেষী মহল তড়িঘড়ি করে নির্বাচন দেওয়ার জন্য পায়তারা করতেছে।যাদের মূল লক্ষ্য হলো আওয়ামী দোষরদের আশ্রয় দেওয়া।আমরা চাচ্ছি আগে আবু সাইদের হত্যাকারীদের বিচার হোক,তারপর নির্বাচন হবে।