আন্দোলনে শহীদ ৬ মরদেহের সন্ধান মিলেছে ঢামেকের মর্গে

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আরও ছয়টি মরদেহের সন্ধান মিলেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এর মধ্যে একজন নারী আর বাকিগুলো পুরুষ।

পুরুষ মরদেহগুলোর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। আর অজ্ঞাতনামা নারীর বয়স ৩২।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঢামেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে তারা জানান, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে এবং ডিএনএ সংগ্রহ করা হয়েছে। ৫ জনের মৃত্যু আঘাতজনিত কারণে এবং একজনের মৃত্যু ওপর থেকে পড়ে হয়েছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

বিশেষ সেলের সেল সম্পাদক হাসান ইনাম বলেন, "রুটিন অনুযায়ী কাজ করতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া অসনাক্তকৃত ৬টি মরদেহ আছে বলে জানতে পারি। আজ সকালে সেলের একটি টিম বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শাহবাগ থানায় গমন করে। থানার ওসি খালিদ মনসুর ৬টি মরদেহ হিমাগারে আছে বলে নিশ্চিত করেন।" 

তিনি বলেন, "বিশেষ টিম সেখানে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করে। ৫ জনের মৃত্যু আঘাতজনিত কারণে হয়েছে বলে জানা গেছে। একজনের মৃত্যুর কারণে উল্লেখ করা হয়েছে ওপর থেকে নিচে পড়ে মৃত্যু। মরদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। পরিণত আলামত সংগ্রহ করা হয়েছে। এগুলো নিশ্চিত করেছে শাহবাগ থানা পুলিশ। 

শাহবাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ। তবে মরদেহগুলো কত তারিখে সেখানে আনা হয়েছে সে বিষয়ে এখনও তারা স্পষ্ট করেনি।" 

উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং হয় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের বিশেষ সেলের (01621324187) এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।