বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
বিভাগের নাম এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারী) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাবনের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা। এ সময় বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, টানা ৫ মাসের আন্দোলনের পরও বিভাগের নাম পরিবর্তনে কোনো কার্যকরী সিন্ধান্ত গ্রহণ না করায় ফের মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসন তাদের দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য ডিপার্টমেন্ট শাটডাউন ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, পাঁচ মাস পরে আবার এখানে দাঁড়ানো অত্যন্ত দুঃখের বিষয়। পুকুরচুরির ঘটনার কোন সমাধান শিক্ষার্থীরা পাবে না সেটা হতে পারে না। যদি পরবর্তী সিন্ডিকেটের মধ্যে প্রশাসন পদক্ষেপ নিতে না পারে তাহলে আমরা কুষ্টিয়া খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে দেব। যদি এ প্রশাসন পরবর্তী একাডেমিক কাউন্সিলর মিটিং এবং সিন্ডিকেটে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আদালতে আমাদের সাথে যে স্বাক্ষর জালিয়াতি হয়েছে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব। সেখানে পুরো প্রশাসনকে জবাবদিহি করতে হবে।
এর আগে গত ২৪ নভেম্বর একই দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় তারা। পরবর্তীতে, প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিভাগ চালুর পর থেকে বিভাগের নাম ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসপেক্টাসে এই নাম দেওয়া হলেও ভর্তি পর শিক্ষার্থীরা জানতে পারেন বিভাগের নাম জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্ট। শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়। পরবর্তীতে বিষয়টি জানার পর দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পরেও একাধিকবার বিভাগীয় সভাপতি এবং সংশ্লিষ্ট প্রশাসনে নিকট দাবি জানালেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় আজকে আবারো মানববন্ধন করেন তারা।