ইউনিয়ন ব্যাংকে জমা বৃদ্ধিতে ঊর্ধ্বগতি
বিগত চার মাসে ইউনিয়ন ব্যাংকে জমার পরিমাণ স্থিতিশীল ছিল। বর্তমানে জনমনে আস্থা ফিরে আসায় জমার গতি বৃদ্ধি পাচ্ছে।
আশা করা যাচ্ছে, জমা বৃদ্ধি অচিরেই পূর্বের মতো ঊর্ধ্বগতিবেগ ফিরে পাবে।
বিগত চার মাসে ইউনিয়ন ব্যাংকে জমার পরিমাণ স্থিতিশীল ছিল। বর্তমানে জনমনে আস্থা ফিরে আসায় জমার গতি বৃদ্ধি পাচ্ছে।
আশা করা যাচ্ছে, জমা বৃদ্ধি অচিরেই পূর্বের মতো ঊর্ধ্বগতিবেগ ফিরে পাবে।
চীনের সাংহাইতে শুরু হয়েছে ‘চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)’র সপ্তম আসর। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এক্সপোতে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ের সক্ষমতা ইত্যাদি বিষয় বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, চীনের সাংহাইতে ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশেন সেন্টারে ৫ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা ‘ সিআইআইই’। এক্সপো চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। মেলায় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষাধিক ব্যবসায়ী, আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো’র ব্যবস্থাপনায় ওয়ালটন প্রথমবারের মতো এই এক্সপোতে অংশ নিয়েছে।
ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, সিআইআইই মেলায় অংশ গ্রহণের মাধ্যমে ওয়ালটন এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে এক সেতুবন্ধন তৈরি হবে। আশা করছি, এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ব্যাপকহারে বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্ডার পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগও তৈরি হবে।
তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে আসছে ওয়ালটন। এসব মেলায় সাশ্রয়ী মূল্য ও উচ্চমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ওয়ালটন। সিআইআইই এক্সপোতেও এর ব্যতিক্রম হবে না।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি চতুর্থবারের মতো চীনের গুয়াংজু শহরে ‘চায়না আমদানি ও রফতানি মেলা’ বা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নেয় ওয়ালটন। এতে ওয়ালটন ব্যাপক সাফল্য পেয়েছে, সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ।
বরগুনা জেলার পাথরঘাটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৬তম শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) এ শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দোহা ও একেএম মাহবুব মোরশেদ। ব্যাংকের বরিশাল জোনপ্রধান সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারুক, শামীম আহসান, চৌধুরী মো. মাসুম, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ, বিশিষ্ট আলেম ডা. এম এস সোহাগ বাদশা, ব্যবসায়ী খলিলুর রহমান ও মাহবুবুর রহমান খান এবং বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পাথরঘাটা শাখাপ্রধান লকিতুল্লাহ। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক মাটি ও মানুষের ব্যাংক। দেশের আর্থিক খাতের চলমান সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন হচ্ছে। বিভিন্ন সংকট কাটিয়ে মাত্র ৩ মাসের মধ্যে ইসলামী ব্যাংক আপন মহিমায় ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে অবদান রাখার ফলে ইসলামী ব্যাংক জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে এ ব্যাংক ২০ লাখ গ্রাহককে বিনিয়োগ প্রদান করেছে।
তিনি আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন। তিনি পাথরঘাটা এলাকার ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া পাথরঘাটা শাখাসহ সারাদেশে ৬ হাজারের বেশি ব্যাংকিং ইউনিট থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
চলতি ২০২৪-২০২৫ করবর্ষের গত ৫৮ দিনে অনলাইনে ১০ লাখ করদাতা ই-রেজিস্ট্রেশন এবং ২ লাখ করতাদা ই-রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ এই রিটার্ন দাখিল সম্পন্ন করেন।
বুধবার (৬ নভেম্বর) এনবিআর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে ই-রেজিস্ট্রেশন ও ই-রিটার্ন দাখিল কার্যক্রম করদাতাদের জন্য উন্মুক্ত করে এনবিআর। তাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইট ব্যবহার করে করদাতাগণ সহজে এবং দ্রুত তাঁদের রিটার্ন তৈরী করে অনলাইনে দাখিল করতে পারছেন। একইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতাগণ কর পরিশোধ করতে পারছেন। পাশাপাশি দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন তারা। সহজলভ্য এই সুবিধায় ইতোমধ্যে ২ লাখের বেশি রিটার্ন দাখিল করা হয়েছে।
এনবিআর জানায়, ই-রিটার্ন দাখিল সম্পন্নে যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। এছাড়া সকল মন্ত্রণালয় বা বিভাগে কর্মরত কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের জন্য সেসব মন্ত্রণালয়-বিভাগ হতে ২ জন করে আইটি দক্ষতাসম্পন্ন প্রতিনিধিকে প্রশিক্ষণ দিয়েছে এনবিআর।
বিবৃতিতে আরও জানানো হয়, ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আরও করদাতা বান্ধব করা হয়েছে। কোন করদাতা তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে পারবেন।
এদিকে গত ২২ অক্টোবর এক বিশেষ আদেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারী, সকল তফশিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর।
সিঙ্গাপুর ও ভারত থেকে ৪৬৭ কোটি দুই লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এ ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমারা নিশ্চিত করেছি, চাল ও গমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য, যেমন রোজার জন্য ডাল ও খেজুরের জন্য বরাদ্দের সমস্যা হবে না। কোন ব্যাপারেই যেন ভোগ্যপণ্য বা ভুক্তাদের কোনো ধরনের সমস্যা না হয়। আসন্ন রোজায় যেন পণ্যের দাম না বাড়ে সে কারণে দ্রুতই আমরা সিদ্ধান্ত নিলাম ছোলা, ডাল, চিনির তেল এবং খেজুর যেন দেশে ঠিক সময় আমদানি হয়।
উপদেষ্টা বলেন, এখন খাদ্যদ্রব্য মনিটরিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি, কোন কোন পণ্যের মজুদ কি অবস্থায় আছে, কি কি আমদানি করতে হবে, সেগুলো বিষয়ে কাজ করতে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়াতে বলে দিয়েছি। তারা দ্রুত পণ্য আনতে পারে।
তিনি বলেন, আমরা চাল-গমের বিষয়ে যতটুকু মজুদ আছে, যতটুকু আমদানি দরকার, তারচেয়ে কিছুটা বেশি আমদানি ও সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছি। প্রয়োজন যদি এক্স হয়, তবে টার্গেট এক্স প্লাস ওয়ান করতে বলেছি।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার।
এছাড়া চলতি ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের ভেলপুর পট্টাভী এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৮৬ কোটি ২০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৭৭ মার্কিন ডলার।