অবৈধ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান জোরদার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর অভিযান চালিয়ে ৬টি শিল্প, ৫টি বাণিজ্যিক ও ৫১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। বুধবারও (১৩ নভেম্বর) অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০৩টি শিল্প, ৬১টি বাণিজ্যিক ও ৭২৬৩ আবাসিকসহ মোট ৭,৪২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ২০,৯৯৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। ওইসব উচ্ছেদের ফলে দৈনিক ৫৬ লাখ ৩৫ হাজার ৪৬৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এসব অভিযানে ৪৪ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে বলে তিতাস গ্যাস জানিয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পারিচালক শাহনেওয়াজ পারভেজ বার্তা২৪.কমকে বলেন, প্রত্যেক দিনেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ফলাফলও পাচ্ছি, অনেক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। প্রত্যেক এলাকায় টিম করে দেওয়া হয়েছে তারা অভিযান পরিচালনা করছেন। আমরা গ্রাহকদের সহযোগিতা কামনা করছি, তারা যেনো আমাদের তথ্য দিয়ে সহায়তা করেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বার্তা২৪.কমকে বলেন, কোম্পানিটির বিপুল পরিমাণ গ্যাস চুরি হচ্ছে। আমরা তাদের কমিয়ে আনার নির্দেশনা দিয়েছি। অনেক সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভাবে যথা সময়ে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। সে কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের জন্য চিঠি দিয়েছি। এটা বিলম্বিত হওয়ায় কিছুটা ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, অনেক সময় আমাদের টিম গেলে বাড়ির মালিক দরজা বন্ধ করে পালিয়ে যায়। আমাদের তালা ভাঙার এখতিয়ার না থাকায় ফিরে আসতে হয়। ম্যাজিস্ট্রেট থাকলে এই সংকট হতো না। চুরি রোধ করা গেলে একদিকে যেমন গ্রাহকরা বেশি পরিমাণ গ্যাস পাবেন, তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো লোকসানের হাত থেকে রক্ষা পায়। এ ক্ষেত্রে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।