অনলাইনে আয়কর পরিশোধের চার্জ নির্ধারণ 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অনলাইনে আয়কর পরিশোধের চার্জ নির্ধারণ 

অনলাইনে আয়কর পরিশোধের চার্জ নির্ধারণ 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর পরিশোধের জন্য কার্ড পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেট ব্যবহার করার ক্ষেত্রে ফি বা চার্জ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল এবং কর পরিপালন সহজ করার জন্য এনবিআর ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য চালু করেছে। এখন করদাতারা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা পিএসপি ওয়ালেট ব্যবহার করে আয়কর পরিশোধ করতে পারছেন।

কিন্তু, করদাতাদের আরও উৎসাহিত করতে এবং অনলাইনে আয়কর পরিশোধ সহজ করতে, ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি বা চার্জ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে, বাংলাদেশে ইস্যু করা কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন হলে, লেনদেনপ্রতি ভ্যাটসহ সর্বোচ্চ ২০ টাকা চার্জ নেয়া হবে। ২৫ হাজার টাকার বেশি লেনদেন হলে, লেনদেনপ্রতি ভ্যাটসহ সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নেয়া যাবে।

বিজ্ঞাপন

এছাড়া, এমএফএস বা পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেন হলে, লেনদেন প্রতি ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ নেয়া যাবে। তবে, এই লেনদেনের বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সকল ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।