ভোমরা স্থলবন্দর দিয়ে ৮ দিনে ৬৫২০ টন চাল আমদানি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে চালের দাম স্থিতিশীল পর্যায়ে আনতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত ৮ দিনে ভারত থেকে ৬ হাজার ৫২০ দশমিক ২১ টন চাল আমদানি করেছে কর্তৃপক্ষ। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহারের পর ১৩ নভেম্বর থেকে চাল আমদানি শুরু করে দেশের চাল ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুল্ক প্রত্যাহারের পর খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া ১২টি কোম্পানি ভোমরা দিয়ে চাল আমদানি শুরু করে।

আমদানির মধ্যে ঢাকাভিত্তিক ওল্ড পল্টন মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল চারটি চালানে প্রায় ১ হাজার ৮৬১ দশমিক ৪৭ টন চাল আমদানি করেছে। এর মধ্যে রয়েছে ১৩ নভেম্বর ৭৭০ টন, ১৬ নভেম্বর ৩৬৮ দশমিক ৫ টন, ১৭ নভেম্বর ৩৮০ দশমিক ৯৭ টন এবং ১৮ নভেম্বর ৩৪২ টন।

বিজ্ঞাপন

এছাড়াও সাতক্ষীরার কালাই থেকে মুকুল এন্টারপ্রাইজ তিনটি চালানে ১৩, ১৪ ও ১৭ নভেম্বর ১০০ টন করে মোট ৩০০ টন আমদানি করেছে। যশোরের ঝিকরগাছা থেকে ইসমাইল হোসেন মিলন ১৩ নভেম্বর ১০০ টন এবং বগুড়া থেকে আবুল মনসুর খান তিনদিন ৫০০ টন চাল আমদানি করেছে। এর মধ্যে ১৪ ও ১৬ নভেম্বর ১৫০ এবং ১৮ নভেম্বর ২০০ টন চাল আমদানি করেছেন।

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ভারত সরকার গত বছরের ২০ জুলাই বাংলাদেশে চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সম্প্রতি দেশটি বাংলাদেশে রফতানির অনুমতি দিয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 

ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, ১৩ নভেম্বর থেকে আট দিনে বন্দর দিয়ে ভারত থেকে ৬ হাজার ৫২০ দশমিক ২১ টন চাল আমদানি হয়েছে।

এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ বন্দর দিয়ে চাল আমদানি বাড়বে বলেও জানান তিনি।