কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল আজ

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল আজ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফলাফল আজ

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হবে বলে অভিহিত করেন কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি।

পরবর্তীতে আগামী ৯ ডিসেম্বর সশরীরে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো.লুৎফর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. লুৎফর রাহমান বার্তা২৪,কম-কে বলেন, ‘কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। আমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ অক্টোবর হলেও আজকের রেজাল্ট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই আলোকে কাজ করা হচ্ছে। আশা করি আজ রাতের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে সমর্থ হবো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ বছর মোট ৩ হাজার ৭১৮টি আসনের বিপরীতে ৭৫ হাজার ১৭ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫১ হাজার ৮১১ জন।