কানের পর গোল্ডেন গ্লোবেও সেলেনার চমক, দেখে নিন মনোনয়ন

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্ববিখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ অভিনয়ের জন্য পেয়েছেন দুটি মনোনয়ন

বিশ্ববিখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ অভিনয়ের জন্য পেয়েছেন দুটি মনোনয়ন

মেক্সিকোর মাদকসম্রাট এমিলিয়া পেরেজ, যিনি পরে নারীতে রূপান্তরিত হন। এমন গল্প নিয়ে স্বর্ণপামজয়ী ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের নতুন মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। চলতি বছর কান উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন এ সিনেমার চার অভিনেত্রী। তাদেরই একজন বিশ্ববিখ্যাত পপ গায়িকা সেলেনা গোমেজ।

কানের পর এবার এবার ৮২তম গোল্ডেন গ্লোবেও চমক দেখাতে আসছেন সেলেনা ও তার ছবিটি। কেননা, এবার গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি। সেলেনা ‘এমিলিয়া পেরেজ’-এর জন্য সিনেমা শাখায় মনোনয়নতো পেয়েছেনই, একইসঙ্গে ড্রামা শাখাতেও মনোনয়ন রয়েছে তার। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) বিভাগে তিনি ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞাপন
কেট উইন্সলেট পেয়েছেন সিনেমা ও লিমিটেড সিরিজ- দুই শাখাতেই মনোনয়ন

‘টাইটানিক’ সিনেমাখ্যাত কেট উইন্সলেটও পেয়েছেন সিনেমা (লি) ও লিমিটেড সিরিজ (দ্য রেজিম)- দুই শাখাতেই মনোনয়ন।

দুই মনোনয়ন পেয়েছে কানে পুরস্কারজয়ী ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। গতকাল ২৭টি বিভাগের মনোনয়ন ঘোষণা করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও অভিনেতা মরিস চেস্টনাট।

বিজ্ঞাপন
ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর দৃশ্য

২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো অনুষ্ঠানে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এবারের আসর সঞ্চালনা করবেন এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার।


৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ মনোনয়ন তালিকা-


ডুন: পার্ট টু’র দৃশ্যে টিমোটি শালামে

সেরা চলচ্চিত্র (ড্রামা)

দ্য ব্রুটালিস্ট (এ২৪)
অ্যা কমপ্লিট আননোন (সার্চলাইট পিকচার্স)
কনক্লেভ (ফোকাস ফিচার্স)
ডুন: পার্ট টু (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
নিকেল বয়েজ (অ্যামাজন এমজিএম স্টুডিওস)
সেপ্টেম্বর ফাইভ (প্যারামাউন্ট পিকচার্স)
দ্য ব্রুটালিস্ট।

কুইয়ার ছবিতে ড্যানিয়েল ক্রেগ

সেরা অভিনেতা (ড্রামা)

অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
টিমোটি শালামে (অ্যা কমপ্লিট আননোন)
ড্যানিয়েল ক্রেগ (কুইয়ার)
কোলম্যান ডমিঙ্গো (সিং সিং)
র‌্যালফ ফাইনস (কনক্লেভ)
সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)।

মারিয়া ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি

সেরা অভিনেত্রী (ড্রামা)

প্যামেলা অ্যান্ডারসন (দ্য লাস্ট শো গার্ল)
অ্যাঞ্জেলিনা জোলি (মারিয়া)
নিকোল কিডম্যান (বেবিগার্ল)
টিল্ডা সুইনটন (দ্য রুম নেক্সট ডোর)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)
কেট উইন্সলেট (লি)।

এমিলিয়া পেরেস (নেটফ্লিক্স) ছবির পোস্টার


সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)

আনোরা (নিয়ন)
চ্যালেঞ্জার্স (অ্যামাজন এমজিএম স্টুডিওস)
এমিলিয়া পেরেস (নেটফ্লিক্স)
অ্যা রিয়েল পেইন (সার্চলাইট পিকচার্স)
দি সাবস্ট্যান্স (মুবি)
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)।

হিট ম্যান ছবিতে গ্লেন পাওয়েল

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)

জেসি আইজেনবার্গ (অ্যা রিয়েল পেইন)
হিউ গ্র্যান্ট (হেরেটিক)
গ্যাব্রিয়েল লাবেল (স্যাটারডে নাইট)
জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস)
গ্লেন পাওয়েল (হিট ম্যান)
সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)।

চ্যালেঞ্জার্স ছবিতে অভিনয় করেছেন তরুণ হলিউড অভিনেত্রী জেন্ডেয়া

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)

অ্যামি অ্যাডামস (নাইটবিচ)
সিনথিয়া এরিভো (উইকেড)
কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেস)
মাইকি ম্যাডিসন (আনোরা)
ডেমি মুর (দি সাবস্ট্যান্স)
জেন্ডেয়া (চ্যালেঞ্জার্স)।

‘গ্ল্যাডিয়েটর টু’ ছবিতে ডেনজেল ওয়াশিংটন

সেরা পার্শ্ব-অভিনেতা

ইউরা বোরিসভ (আনোরা)
কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)
এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননোন)
গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট)
জেরেমি স্ট্রং (দি অ্যাপ্রেন্টিস)
ডেনজেল ওয়াশিংটন (গ্ল্যাডিয়েটর টু)।

এমিলিয়া পেরেস ছবিতে অভিনয় করেছেন প্রখ্যাত গায়িকা সেলেনাে গোমেজ

সেরা পার্শ্ব-অভিনেত্রী

সেলিনা গোমেজ (এমিলিয়া পেরেস)
আরিয়ানা গ্রান্ডে (উইকেড)
ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট)
মার্গারেট কোয়ালি (দি সাবস্ট্যান্স)
ইজাবেলা রসেল্লিনি (কনক্লেভ)
জোয়ি সালদানা (এমিলিয়া পেরেস)।

কান চলচ্চিত্র উৎসবে ‘এমিলিয়া পেরেস’ সিনেমার পরিচালক জ্যাক অডিয়ার

সেরা পরিচালক

জ্যাক অডিয়ার (এমিলিয়া পেরেস)
শন বেকার (আনোরা)
এডওয়ার্ড বার্গার (কনক্লেভ)
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)
কোরালি ফারজাঁ (দি সাবস্ট্যান্স)
পায়েল কাপাডিয়া (অল উই ইমাজিন অ্যাজ লাইট)।

‘আনোর’ ছবির স্টারকাস্টের সঙ্গে পরিচালক ও চিত্রনাট্যকার শন বেকার (ডানে)

সেরা চিত্রনাট্য

এমিলিয়া পেরেস (জ্যাক অডিয়ার)
আনোরা (শন বেকার)
দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কর্বেট, মোনা ফাস্টফল্ড)
অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ)
দি সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ)
কনক্লেভ (পিটার স্ট্রান)।

মোয়ানা টু

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র

ফ্লো (সাইডশো, জেনাস ফিল্মস)
ইনসাইড আউট টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
মেমোয়ার অব অ্যা স্নেইল (আইএফসি ফিল্মস)
মোয়ানা টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)
দ্য ওয়াইল্ড রোবট (ইউনিভার্সেল পিকচার্স)।

অল উই ইমাজিন অ্যাজ লাইট (ভারত)

সেরা নন-ইংরেজি ভাষার চলচ্চিত্র

অল উই ইমাজিন অ্যাজ লাইট (ভারত)
এমিলিয়া পেরেস (ফ্রান্স)
দ্য গার্ল উইথ দ্য নিডেল (ডেনমার্ক)
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
দি সিড অব স্যাক্রেড ফিগ (ইরান)
ভেরমিলিও (ইতালি)।

‘এমিলিয়া পেরেস’ ছবির পোস্টার

সেরা মৌলিক আবহ সংগীত

কনক্লেভ (ফলকার বারটেলম্যান)
দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ)
দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস বাওয়ার্স)
এমিলিয়া পেরেস (ক্লেমোঁ দুকল, কামিল)
চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)
ডুন: পার্ট টু (হান্স জিমার)।

‘দ্য লাস্ট শো গার্ল’ ছবিতে ‘বিউটিফুল দ্যাট ওয়ে’ গানটি গেয়েছেন জনপ্রিয় পপস্টার মাইলি সাইরাস

সেরা মৌলিক গান

বিউটিফুল দ্যাট ওয়ে (দ্য লাস্ট শো গার্ল; মাইলি সাইরাস, অ্যান্ড্রু ওয়ায়েট, লিকা জাকরিসন)
কমপ্রেস রিপ্রেস (চ্যালেঞ্জার্স; ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস, লুকা গুয়াদানিনো)
এল মাল (এমিলিয়া পেরেস; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অডিয়ার)
ফরবিডেন রোড (বেটার ম্যান; রবি উইলিয়ামস, ফ্রেডি ওয়েক্সলার, সাশা স্কারবেক)
কিস দ্য স্কাই (দ্য ওয়াইল্ড রোবট; ডিলেসি, জর্ডান কে. জনসন, স্টেফান জনসন, ম্যারেন মরিস, মাইকেল পোলেক, আলি ট্যাম্পোজি)
মি কামিনো (এমিলিয়া পেরেস; ক্লেমোঁ দুকল, কামিল)।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ছবির দৃশ্য

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট

অ্যালিয়েন: রোমিউলাস (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
বিটলজুস বিটলজুস (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
ডেডপুল অ্যান্ড উলভারিন (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
গ্ল্যাডিয়েটর টু (প্যারামাউন্ট পিকচার্স)
ইনসাইড আউট টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
টুইস্টার্স (ইউনিভার্সাল পিকচার্স)
উইকেড (ইউনিভার্সাল পিকচার্স)
দ্য ওয়াইল্ড রোবট (ইউনিভার্সাল পিকচার্স)।

স্কুইড গেম টু (নেটফ্লিক্স)

সেরা টিভি সিরিজ (ড্রামা)

দ্য ডে অব দ্য জ্যাকাল (পিকক)
দ্য ডিপ্লোম্যাট (নেটফ্লিক্স)
মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ (প্রাইম ভিডিও)
শোগুন (এফএক্স/হুলু)
স্লো হর্সেস (অ্যাপল টিভি প্লাস)
স্কুইড গেম টু (নেটফ্লিক্স)।

টেলিভিশন ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছেন ক্রিশ্চিয়ান বেল, কেট ব্ল্যানচেট, সোফিয়া ভারগারা ও হ্যারিসন ফোর্ড

এছাড়া টেলিভিশন ক্যাটাগরীতে মনোনয়ন পেয়েছেন কিরা নাইটলি (ব্ল্যাক ডাভস), ক্রিশ্চিয়ান বেল (নোবডি ওয়ান্টস দিস), কলিন ফারেল (দ্য পেঙ্গুইন), হাভিয়ার বারডেম (মনস্টারস: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেন্দেজ স্টোরি), হ্যারিসন ফোর্ড (শ্রিঙ্কিং), ড্যাকোটা ফ্যানিং (রিপ্লি), কেট ব্ল্যানচেট (ডিসক্লেইমার), জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি), সোফিয়া ভারগারা (গ্রিসেলডা), নাওমি ওয়াটস (ফিউড: ক্যাপোটি ভার্সাস দ্য সোয়ান্স) ও কেট উইন্সলেট (দ্য রেজিম)-এর মতো প্রখ্যাত তারকারা।