যে চরিত্রে প্রথমবার হাজির হতে চলেছেন বুবলী
কেবিন ক্রু দিয়ে পেশাগত জীবন শুরু, এরপর সংবাদপাঠিকা। শেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, এরই মধ্যে পার করেছেন আট বছর। এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাঠক বুঝতেই পারছেন, কার কথা বলা হচ্ছে। তিনি ঢালিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী শবনম বুবলী।
এতোদিন নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও কখনো তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় আসছেন তিনি। ছবির নাম ‘পিনিক’, পরিচালক জাহিদ জুয়েল। ঢাকার পাশেই আজ এই ছবির শুটিং করছেন বুবলী। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’
কক্সবাজার ও রামুতে নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং শুরু হয়। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবলীর সহশিল্পী আদর আজাদ। এর আগে তারা জুটি হয়ে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি ছবির শুটিং করেছেন। ২২ ডিসেম্বর ‘পিনিক’-এর বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।
‘পিনিক’ ছবির পরিচালক জাহিদ জুয়েল এর আগে নাটক ও বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন। এটি হতে যাচ্ছে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। পরিচালক জানালেন, সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।
অভিনেত্রীর ভাষ্য, ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন অনেক সতর্ক। বেছে বেছে কাজ করছেন। মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি। সে ধারাবাহিকতায় ‘পিনিক’ ছবির গল্পে চুক্তিবদ্ধ হন। এর আগে তিনি শেষ করেছেন ‘জংলী’ নামের একটি ছবির, যা নিয়েও তিনি বেশ আশাবাদী।
এদিকে, সম্প্রতি নববধূর সাজে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রটে গেছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলী! কিন্তু ছেলে মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন।
এ নিয়ে গণমাধ্যমে বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’
অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে। সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’