তাহসানের ফলোয়ার বাড়লো ৩ লাখ, রোজার কতো?
গত শুক্রবার রাতে বিয়ে ঘিরে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার গায়েহলুদের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।
ফলে তাহসানের ফেসবুক পেজে প্রতি মূহুর্তে অনুসারী বাড়তে থাকে। বিয়ের আগে তার ফেসবুক অনুসারী ছিলো ৯.৬ মিলিয়ন অর্থাৎ ৯৬ লক্ষ। আর এখন আরও প্রায় তিন লাখ অনুসারী বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, শিগগির কোটি ভক্তের ফেসবুক পেজ হতে যাচ্ছে এই তারকার। গত শনিবার বিয়ের পর ফেসবুকে তাঁদের ছবি পোস্ট করেন। সেই ছবি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পোস্টটিতে ১৭ লাখ ভক্ত রিয়্যাক্ট করেছেন। এক লাখের বেশি ভক্ত পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যে শুভকামনা জানিয়েছেন তিন লাখ অনুসারী।
অন্যদিকে, বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনায় আসেন তাহসানের নববধূ রোজা আহমেদও। তাহসান ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে খুঁজতে থাকে। ফলে তার ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের পেজটি শনিবার সকাল থেকে ভাইরাল হয়। শুধু তাই নয়, এই ফেসবুক পেজে অনুসারীও প্রতিমুহূর্তে বেড়েই চলে।
২০২০ সালে তৈরি করা এই ফেসবুক পেজে বিয়ের আগে রোজার অনুসারী ছিলো ৯ লাখের মতো। সেটি দুই দিনের মাথাতেই ৫ লাখ বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বর্তমানে অনুসারী ১.৪ মিলিয়ন। ৫ জানুয়ারি এই ফেসবুক পেজ থেকে প্রথম তাহসানের সঙ্গে বিয়ে ছবি পোস্ট করেন রোজা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তিন হাজারের বেশি পোস্টটি শেয়ার হয়। অন্যদিকে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী ছবিটিতে রিয়্যাক্ট করেন। ২৪ হাজার ভক্ত তাদের অভিনন্দন জানান।
রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে। নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান। তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে। গত মাসে তিনি দেশে এসেছেন। জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের ওপর বেসিক মাস্টার ক্লাস নেবেন। বর্তমানে এই দম্পতি হানিমুনে মালদ্বীপে রয়েছেন।