রোজা নয়, টাকা নিয়েছিলেন প্রাক্তন! স্ক্রিনশট ভাইরাল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোজা আহমেদ ও ফায়েজ বেলাল

রোজা আহমেদ ও ফায়েজ বেলাল

আমেরিকা প্রবাসী মেকাপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে চলছে বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা।

এরইমধ্যে ফায়েজ বেলাল নামের এক তরুণ নিজেকে  রোজার ‘প্রাক্তন প্রেমিক’ বলে দাবি করে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ২০১৬ সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক শুরু। গত সাড়ে তিন মাস আগে সেই সম্পর্ক ভেঙে গেছে। এই ব্রেকআপের কারণও ছিল তাহসান!

বিজ্ঞাপন

রোজার প্রাক্তন প্রেমিক দাবি করেছেন, তাদের ব্রেকআপের পরপরই রোজার বিয়ের খবর তাকে বিস্মিত করেছে। তিনি আরো অভিযোগ করেন, রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন এবং সে অর্থ ফেরত দিতেও অঙ্গীকার করেছেন। রোজার এই প্রাক্তন প্রেমিক প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন সাক্ষাৎকারে।

রোজা আহমেদ ও তাহসান খান দম্পতি

তবে এসব অভিযোগ নিয়ে রোজা মন্তব্য না করেলেও সরব হয়েছেন তার ছোট ভাই উৎস আহমেদ। বুধবার সকালে ফায়েজ বেলালের সাথে স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। সেখানে নিজের বোনের উপর আনা ফায়েজের সব অভিযোগকে ‘মিথ্যাচার’ দাবি করেন তিনি। তবে ফায়েজের সাথে যে তার বোনের সম্পর্ক ছিলো, এ বিষয়ে সত্যতা পাওয়া গেছে উৎস’র কথায়। তিনি লিখেছেন, ফায়েজের প্রতারণার কারণে রোজার সাথে সম্পর্ক টিকেনি!

বিজ্ঞাপন

এ বিষয়ে রোজা আহমেদের ছোট ভাই ফায়েজ বেলালের সাথে একটি স্ক্রিনশটের ভিডিও পোস্ট করে লেখেন, ‘ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের সাথে এটাই ছিল মেইন কারণ ব্রেকআপের। এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা।'

ফায়েজ বেলাল

গণমাধ্যমে সাক্ষাৎকারে রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে বলে ফায়েজ যে দাবি করেছে, সেটিকে পুরোপুরি মিথ্যাচার বলে ফায়েজ বেলালের উপর পাল্টা অভিযোগ তোলেন উৎস। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলালের সাথে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের অনেক আগে ব্রেকআপের পরে আপু যোগাযোগ রাখেননি, কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি।’

উৎস বলেন, ‘স্ক্রিন রেকর্ডিং এ স্পষ্ট দেখতে পাবেন, টাকাটা ফায়েজ বেলাল অনেকদিন ধরে ধীরে ধীরে ফেরত দেন। স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাবেন সে তার ভেরিফাইড আইডিতে চ্যাটিং করছেন। এবং সে টাকাটা আস্তে আস্তে ফেরত দেন। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল, সেখানে তার এমন মিথ্যাচার একটা গর্হিত অপরাধ।’

কেন এমন প্রতিবাদ করলেন, এ বিষয়ে উৎস লেখেন, ‘আমার বোন আমাদের ছায়ার মত আগলে রেখেছে, আপু আমার বাবার সমান। তার ওপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে।’

উৎস আহমেদের স্ক্রিনশট

স্ক্রিনশটে দেখা যায়, ফায়েজ বেলালকে ১০ সেপ্টেম্বর ২০২৪ সালের দুপুর ৩টা ১১ মিনিটে বার্তা পাঠিয়েছিলেন উৎস। সেখানে কথোপকথনে উৎস লিখেন, ‘ভাইয়া, রোজা আপুর কি টাকা নাকি তোমার কাছে?’ জবাবে ফায়েজ লিখেন,‘না ভাই, সব একাউন্টে দিয়ে দিছি।’ উৎস আবার লিখেন, ‘কিসের নাকি টাকা পায় বললো আমারে’, জবাবে ফায়েজ লিখেন,‘যেদিন এফবি দিয়ে লিভ নিছি ওইদিনই দিয়ে দিছি’, আবারও উৎস লিখেন, ‘তোমারে দিছিলো নাকি কিসের’, জবাবে ফায়েজ লিখে পাঠান, ‘হ্যাঁ, দুই লাখ। ওইটাও এড করে দিছি ভাই’। উৎস আবার লিখে, ‘ওহ, ব্যাংকে দিছো?’ জবাবে ফায়েজ লিখে, ‘হ্যাঁ ভাই, তোমরা কেউ তো দেশে নাই, সো ব্যাংক ছাড়া কোনো অপশন ছিলো না। এখন সব পেইড।’

বিয়ে পরবর্তী আলোচনা, সমালোচনা নিয়ে মোটেও চিন্তিত নন তাহসান। সোমবার প্রকাশিত হয় তার একটি নতুন গান। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই শিল্পী ও অভিনেতা। মঙ্গলবার স্ত্রী রোজা আহমেদকে নিয়ে তিনি হানিমুনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন, গন্তব্য মালদ্বীপ।