ডিউটি টাইমে ঘুম, বোনাস হারাল অফিসার কুকুর

  • ফিচার ডেস্ক,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাজের ক্ষেত্রে শৃংখলা, নিয়মানুবর্তিতা মেনে চলা প্রতিটি পুলিশেরই কর্তব্য। আর এসবের অমান্য করলে শাস্তিও অবধারিত। তবে সেটা যে কেবল ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা কিন্তু হয়। নিয়মটি কুকুরের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে 'ফুজাই' নামে এক চীনা পুলিশ কুকুরের সাথে।

চীনের স্থানীয় গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিউটি টাইমে ঘুমিয়ে এবং বাটিতে প্রস্রাব করার অপরাধে বছর শেষে বোনাস হারিয়েছে 'ফুজাই' নামে এক চীনা পুলিশ কুকুর। আর এ ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

জন্মের পরপরই উত্তর চীনের শানডং প্রদেশের ওয়েইফাংয়ে পুলিশ কুকুর প্রশিক্ষণ ঘাঁটিতে যোগ দেয় ফুজাই। চার মাস বয়সী কুকুরছানা হিসেবে ফুজাইকে ২০২৪ সালের জানুয়ারিতে রিজার্ভ এক্সপ্লোসিভ ডিটেকশন অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর কয়েক মাস পরেই ফুজাই চীনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

ফুজাইয়ের বোনাস কেড়ে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ওয়েইফাং পাবলিক সিকিউরিটি ব্যুরো। সংস্থাটি 'করগি পুলিশ কুকুর ফুজাই এবং এর কমরেডস' অ্যাকাউন্ট পরিচালনা করে, যার ৩৮৪,০০০ এরও বেশি ফলোয়ার্স আছে। ভিডিওটিতে ফুজাইকে পারফরম্যান্স রিভিউয়ের জন্য একজন পুলিশ অফিসারের সামনে বসে থাকতে দেখা যায়। পুলিশ অফিসারটি বেশ হাস্যজ্জ্বোলভাবে তাকে তার সেবার পুরষ্কার হিসেবে একটি লাল ফুল, টিনজাত স্ন্যাকস এবং খেলনা উপহার দেন। তবে তার অপকর্ম জানার পর দ্রুত তার কাছ পুরষ্কার কেড়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ অফিসারটি ফুজাই কে বলেন, এ বছর তুমি (ফুজাই) দারুণ পারফর্ম করেছ। তুমি পুলিশ কুকুরের জন্য স্তর ৪ মূল্যায়ন পাস করেছেন। শুধু তাই নয়, তুমি সফলভাবে বিভিন্ন সুরক্ষা কাজ সম্পন্ন করেছেন এবং ওয়েইফাংয়ের পুলিশ কুকুরদের প্রচারে উল্লেখযোগ্যভাবে সহায়তা করেছ। তবে তোমার সাম্প্রতিক আচরণের কারণে, কর্মক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়া এবং নিজের বেসিনেই প্রস্রাব করার কারণে, আমাদের সমালোচনা করতে হয়েছে এবং জরিমানা হিসেবে তোমার স্ন্যাকস বাজেয়াপ্ত করতে হয়েছিল। তুমি শুধু লাল ফুলটাই রাখবে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে নেটিজেনরা প্রতিক্রিয়া জানান। তারা ফুজাইয়ের বোনাস ফেরত দেয়ার জন্য দাবি জানান।

এক নেটিজেন লিখেছেন, বেচারা ফুজাই সারা বছর কঠোর পরিশ্রম করেছে, কিন্তু বছরের শেষে বোনাস হারিয়েছে। আমি নিজের সাথে অনেক কিছুই রিলেট করতে পারছি।

আরেকজন নেটিজেন লিখেছেন, সে (ফুজাই) তার নিজের বাটিতে প্রস্রাব করেছে, তার বসের বাটিতে নয়। আমার বন্ধুকে তার ভুলের জন্য শাস্তি নিতে দিন কিন্তু তার পরিবর্তে অবিলম্বে তার বোনাস ফেরত দিন!

সামাজিক মাধ্যমে নেটিজেনদেন সমালোচনার পর অ্যাকাউন্টটি তাদের আশ্বস্ত করে আরেকটি ভিডিও পোস্ট করেছে। সেখানে জানানো হয়েছে ফুজাইয়ের স্ন্যাকস বাজেয়াপ্ত করার পর, তার পরিবর্তে অফিসার ফুজাকেই নববর্ষের একটি প্যাকেজ উপহার দেয়া হয়েছে।

তথ্যসূত্র:এনডিটিভি।