মঙ্গলে, অমঙ্গল নেই তো? পথে বের হওয়ার আগে দেখে নিন একবার
মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : আর্থিক মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। কর্ম অবস্থার মোটের ওপর শুভ। গৃহস্থালী ব্যয় আরও বাড়বে। প্রয়োজনীয় পণ্য কিনতে কষ্ট ভোগ করতে হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকলেও কলহ হতে পারে।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : কর্মজীবনে বড় কিছু ব্যাঘাত ঘটতে পারে। এতে প্রভাব পড়বে আর্থিক অবস্থাতেও। প্রেম জীবনে ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলবে। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : স্বাস্থ্যহানির সম্ভবনা প্রবল রয়েছে। নিজের প্রতি যত্নবান হোন। কর্মক্ষেত্রে কাঙ্খিত বিষয়গুলো আজ পেতে পারেন। অপ্রয়োজনীয় খাতে ব্যয় হওয়ার সম্ভবনা রয়েছে। সহকর্মী বা বন্ধুর সাথে আড্ডা বাড়তে পারে। আর্থিক সংকট কাটিয়ে উঠতে এখনও অপেক্ষা করতে হতে পারে।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : সহকর্মীদের অবহেলা আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যবসায়ে দীর্ঘস্থায়ী লাভ পেতে হলে আরও সময় লাগবে। আজ যে কোনও কাজেই মনোযোগ বসাতে সমস্যা তৈরি হতে পারে।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : দিনটাতে আর্থিক লেনদেন সামঞ্জস্য নাও থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য দিন ভালো। স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে, মিশ্র ফলাফল দেবে। স্বাস্থ্য ওঠানামা করবে।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : আজ অর্থ হ্রাস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। কোনো কিছু ক্রয় করার আগে প্রয়োজনে দুবার ভাবুন, কতটা দরকার জিনিসটির। তারপর অর্থব্যয় করুন। বৈবাহিক যোগ শুভ।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : স্ত্রীর সঙ্গে বচসা বাধতে পারে এবং প্রবল আকার ধারণ করতে পারে। কর্মক্ষেত্রে আজ তর্কবিতর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে অশান্তি তাড়া করে বেড়াবে। ব্যবসাক্ষেত্রে শুভ হলেও মানসিক চাপ থাকবে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : ব্যয়বৃদ্ধি হলেও বিনিয়োগে লাভ এবং সমৃদ্ধি আনবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। সন্ধ্যায় পরেও কাজের চাপ থাকবে। তবে কোনও আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। যার কারণে মানসিক অস্থিরতা বাড়বে।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : সন্তানের আচরণে মনকষ্ট পেতে পারেন। তাদের লেখাপড়ার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে। অফিসের সমস্যা কাটাতে বরিষ্ঠ সহকর্মীর পরামর্শ নেওয়াটা আপনার জন্য লাভজনক হবে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : স্বাস্থ্যযোগ মোটের ওপর শুভ। লাভের প্রবাহ সমান্তরাল রাখতে বিকল্প ব্যবসার পরিকল্পনা করতে পারেন। তবে যৌথ ব্যবসায় যাবেন না। যাকে নিয়ে অংশীদারির কথা ভাবছেন, তিনি সুযোগ নিতে পারেন।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : আপনার মানসিক কাঠামো প্রবল হবে। ব্যক্তিত্বে সুমতি আসবে। তবে বেশি ব্যয় হওয়ার সম্ভবনা আছে। ফাটকা আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে পাবেন।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : ব্যয় আপনার লাগাতার বেড়েই চলেছে। খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। কিছু ক্রয় করার আগে দশবার ভাবুন। তবেই অনাদায়ী ঋণ মেটাতে সক্ষম হবেন। প্রেম এবং ভালোবাসা আপনাকে খুশির মেজাজে রাখবে।