ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হামাস-ইসরায়েল যুদ্ধের বর্ষপূর্তিতে গাজায় ইসরায়লি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে হামাস ইসরায়েলের সঙ্গে হামলা চালিয়ে যাওয়ার ফের অঙ্গীকার করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, সোমবার ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের এক বছর পূর্তিতে গাজায় ইসরায়েল হামলা চালালে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।

গাজা উপত্যকাভিত্তিক হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।

এদিকে, লেবাননভিত্তিক ইরান সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের রাজধানী তেল আবিব ও হাইফাতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ গোয়েন্দা সদর দফতরে হামলা চালানোর কথা জানিয়েছে।

এছাড়া তারা নতুন করে দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে লেবাননিদের অন্যখানে করে যেতে নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সদস্যরা ইসরায়েলের ভেতরে ঢুকে এক অনুষ্ঠানে হামলা করলে ১ হাজার ১শ ৩৯ জন নিহত হয় এবং সেইসঙ্গে আনুমানিক ২শ ইসরায়েলি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় তারা।

অন্যদিকে, এক বছরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ৯শ ৯ জন এবং আহত হয়েছেন আরো ৯৭ হাজার ৩শ ৩ জন।