লেবাননে হাজার বছরের পুরোনো গ্রাম উড়িয়ে দিয়েছে ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে হাজার বছরের পুরোনো গ্রাম উড়িয়ে দিয়েছে ইসরায়েল

লেবাননে হাজার বছরের পুরোনো গ্রাম উড়িয়ে দিয়েছে ইসরায়েল

ঐতিহাসিক ও ধর্মীয় কারণে বিখ্যাত লেবাননের ২ হাজারের বেশি পুরোনো একটি গ্রাম উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গ্রামটি উড়িয়ে দেওয়ার আগে সেখানকার লোকজনকে অন্যখানে সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু আজান্সি-র (এএ) বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, বুধবার ইসরায়েলি সেনাবাহিনী বিস্ফোরক দিয়ে ২ হাজার ১শ বছর পুরোনো এবং ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে বিখ্যাত মহাইবিব গ্রাম উড়িয়ে দিয়েছে।

গ্রামটি উড়িয়ে দেওয়ার আগে তারা ভিডিও করে। সে ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য গ্রামটিকে পেছনে রেখে সেলফি তুলছেন। কয়েক সেকেন্ড পরেই দেখা যায়, বেশখানিকটা দূরে বিকট বিস্ফোরণে গ্রামটি উড়ে গেল। এর ব্যাপক ধোঁয়া অনেক উপর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মহাইবিব গ্রামের এক নেতা কাশেম আহমেদ জাবের সংবাদমাধ্যমকে বলেন, গ্রামটি উড়িয়ে দেওয়ার আগে ইসরায়েলি সেনাবাহিনী সেখানকার লোকজনকে অন্যখানে সরে যেতে নির্দেশ দেয়। সে কারণে গ্রামের লোকজন পালিয়ে গিয়েছিলেন।