পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কয়েকটি অঞ্চলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে পাকিস্তানের মেট অফিস জানিয়েছে, এ ভূকম্পন ইসলামাবাদসহ খাইবার-পাখতুনওয়া অঞ্চলে আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

এছাড়া পেশোয়ার সোয়াত, আবোট্টাবাদ, সাংলাসহ আরো অনেক এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।

বুধবার (১৩ নভেম্বর) পাকিস্তানের আবহাওয়া অফিসের বরাত দিয়ে জিওটিভি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনওয়া অঞ্চলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল হিন্দুকুশ অঞ্চলের ২শ ২০ কিলোমিটার গভীরে। হিন্দুকুশ টেকটোনিক প্লেটের অঞ্চলে হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।

বুধবারের ভূমিকম্পের ঠিক ২ মাস আগে ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ফেডারেল রাজধানী ও পাঞ্জাবসহ খাইবার পাখতুনওয়া অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

জানা যায়, পাকিস্তান ইন্ডিয়ান ও ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় সেখানে ভূমিকম্পের ঘটনা অস্বাভাবিক নয়।

দক্ষিণ এশিয়ার বড় একটি অংশ ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেটকে আরো উত্তর দিকে ঠেলে দিচ্ছে। সে কারণে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।