ব্রাজিলের সুপ্রিম কোর্ট এলাকায় বিস্ফোরণ, নিহত-১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের সুপ্রিম কোর্ট এলাকায় বিস্ফোরণ

ব্রাজিলের সুপ্রিম কোর্ট এলাকায় বিস্ফোরণ

ব্রাজিলের সুপ্রিম কোর্ট এলাকায় দুটি বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভবনের বাইরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই ব্রাজিলের সুপ্রিম কোর্ট খালি করা হয়েছে। এসময় একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণগুলি ব্রাজিলের রাজধানীর যেখানে আঘাত হানে যেখানে সুপ্রিম কোর্ট, সংসদ এবং রাষ্ট্রপতির প্রাসাদ অবস্থিত।

বিজ্ঞাপন

ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়, এসময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের বাইরে একটি মৃতদেহ উদ্ধার করেছে। তবে এখনও এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি তারা।

দেশটির সলিসিটর জেনারেল জর্জ মেসিয়াস বলেছিলেন, এটি একটি ইচ্ছাকৃত হামলা। এ হামলার ব্যাপারে সুপ্রিম কোর্ট এবং নিম্নকক্ষের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বিস্ফোরণের সম্পূর্ণ তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তিনি যত দ্রুত সম্ভব শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন।

ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর সেলিনা লিও সাংবাদিকদের বলেছেন, একজন ব্যক্তি আদালতের প্রবেশ করতে চেয়েছিল। প্রবেশ করতে ব্যর্থ হওয়ার পরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত থাকার কারণে বৃহস্পতিবার সংসদ বন্ধ রাখার সুপারিশ করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রিও ডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের সফর শেষে রাজধানী সফরের ঠিক এক সপ্তাহ আগে এই বিস্ফোরণ ঘটেছে।