ইসরায়েলি হামলায় গাজায় ১৭ হাজার ৫০০ শিশু নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলি হামলায় গাজায় ১৭ হাজার ৫০০ শিশু নিহত

ইসরায়েলি হামলায় গাজায় ১৭ হাজার ৫০০ শিশু নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত ১৭ হাজার ৫০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি মিডিয়া অফিস।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেট প্রদিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ৪১০তম দিন অতিক্রম করেছে। সর্বশেষ পরিসংখ্যান বলছে, ইসরায়েলি হামলার শিকার হয়ে এখন পর্যন্ত গাজায় ৪৩ হাজার ৯৭২ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৫০০ এর বেশি শিশু রয়েছে। নিহত শিশুদের মধ্যে নবজাতক ২১১, এক বছরের কম বয়সী ৮২৫ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গণহত্যায় মোট নিহতদের ৭০ শতাংশ নারী ও শিশু। এছাড়া ৩৫ হাজার ৬০ জন শিশু তাদের পিতা-মাতাকে হারিয়েছে। অপুষ্টি ও ক্ষুধার কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে আরও সাড়ে তিন হাজার শিশু।

বিজ্ঞাপন

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৭১২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৩ হাজার ২৫৮ জন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।
এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৩৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজার ৩৪৪ জন।