উত্তপ্ত পাকিস্তান, ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে গুলি চালাল পুলিশ
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে জড়ো হওয়া সমর্থকদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এসময় ১৬ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।
রোববার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জিও নিউজ জানায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা ইসলামাবাদে বিক্ষোভ চালানোর সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এসময় ১৬ জনকে আটক করা হয়। পরিস্থিতি থমথমে রয়েছে।
চলমান বিক্ষোভের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে বলেও জানান সংবাদমাধ্যমটি।
এদিকে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ইমরান খান ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচি ঘোষণা করেন। ওইদিন তিনি সমর্থকদের ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হয়ে সংবিধানের ২৬ তম সংশোধনীর বিরুদ্ধে, সাধারণ মানুষকে গ্রেফতারের বিরুদ্ধে এবং জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করার আহ্বান জানান।