আফগানিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত, আহত ৭৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য হিন্দু। 

বিজ্ঞাপন

গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র হাফিজ ওমর জানান, বুধবার গভীর রাতে কাবুল-কান্দাহার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি তেলের ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ হয়।আরেকটি দুর্ঘটনা একই হাইওয়ের ভিন্ন এলাকায় ঘটেছে।

ওমর বলেন, "আহতদের গজনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। গুরুতর আহতদের কাবুলে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন