উত্তর গাজায় সাহায্য পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয় অঞ্চলটিতে ত্রাণ সরবরাহেও বাধা দিচ্ছে ইসরায়েল। এতে বাসিন্দারা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। 

সোমবার (১৮ ডিসেম্বর) স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিক বলেন, উত্তর গাজায় ইসরায়েলের চলমান হামলা অব্যাহত থাকায় সেখানে ত্রাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অঞ্চলটির বেইত লাহিয়া, বেইট হানুন এবং জাবালিয়ার কিছু অবরুদ্ধ এলাকায় জাতিসংঘের নেতৃত্বাধীন সাহায্য মিশন পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু ইসরায়েল সেখানে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে।

তিনি আরও জানান, জাতিসংঘের সাহায্যকারী মিশন ৪০ বার এই অবরুদ্ধ এলাকায় পৌঁছানোর চেষ্টা করেছিলো। কিন্তু ৩৮ বারই সেটি প্রত্যাখান করা হয়েছে এবং দুইবার বাধা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

ডুজারিক উত্তরে বেসামরিক নাগরিকদের "প্রয়োজনীয় চাহিদা" মেটাতে এবং মানবিক সহায়তা প্রদানের সুবিধার্থে ইসরায়েলকে আহ্বান জানান।

উল্লেখ্য, গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।