মস্কোতে জেনারেলকে হত্যার ঘটনায় উজবেক যুবক গ্রেফতার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মস্কোতে বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী উজবেকিস্তানের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

রাশিয়ার নিরাপত্তা সংস্থার বরাতে বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

রাশিয়ার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ২৯ বছর বয়সী উজবেক যুবক ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিলেন। ইগর কিরিলভকে হত্যার বিনিময়ে ১ লাখ ডলার এবং ইউরোপে বসবাসের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ইগর কিরিলভকে হত্যার পিছনে রয়েছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, কিরিলভ যুদ্ধাপরাধে জড়িত থাকার কারণে তিনি ‘ন্যায্য লক্ষ্যবস্তু’ ছিলেন। হামলার একদিন আগে ইউক্রেনে তার বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়।

এফএসবি জানায়, সন্দেহভাজন ব্যক্তি মস্কোতে এসে হাতে তৈরি একটি বিস্ফোরক ডিভাইস স্কুটারের মধ্যে স্থাপন করে। তিনি একটি গাড়ি ভাড়া করে কিরিলভের বাসস্থান পর্যবেক্ষণ করেন এবং ক্যামেরা দিয়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইউক্রেনের দনিপ্রো শহরে তার পরিচালকদের সাথে যোগাযোগ রাখেন। কিরিলভ যখন বাড়ি থেকে বের হন, তখন তিনি বিস্ফোরকটি বিস্ফোরিত করেন।

৫৪ বছর বয়সী কিরিলভ রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। ইউক্রেন জানিয়েছে, তার নেতৃত্বে রাশিয়া ৪,৮০০ বারেরও বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, তারা ২০১৭ সালেই তাদের রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করেছে।