জার্মানিতে মার্কেটে ঢুকে গেল প্রাইভেট কার: নিহত ২, আহত ৬৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জার্মানিতে মার্কেটে ঢুকে গেল প্রাইভেট কার

জার্মানিতে মার্কেটে ঢুকে গেল প্রাইভেট কার

জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে হঠাৎ একটি প্রাইভেট কার ঢুকে পড়ে। এসময় গাড়িটি প্রায় ৭০ জন মানুষকে চাপা দেয়। এতে এক শিশুসহ দু'জন নিহত হয়। আহত হয় আরও ৬৮ জন।

শনিবার (২১ ডিসেম্বর) সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞাপন

দেশিটর স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি চাপায় আহত ৬৮ জনের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫০ বছর বয়সী এক সৌদি আরবের ডাক্তারকে শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

স্যাক্সনির প্রধানমন্ত্রী রেইনার হ্যাসেলফ বলেছেন, ভিডিও ফুটেজে দেখা গেছে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মার্কেটে অনেক মানুষের ভিড় ছিল। হঠাৎ করে একটি গাড়ি ভেতরে ঢুকে অনেক মানুষকে চাপা দেয়। এ দুর্ঘটনার পর সেখানে অনেক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বিবিসির বার্লিন সংবাদদাতা জেসিকা পার্কার বলেছেন, অনেক জার্মানদের জন্য এটি কিছু বেদনাদায়ক স্মৃতির জন্ম দেবে।