নিউইয়র্কে পাতাল রেলে আগুনে নারীর মৃত্যু, গ্রেফতার ১

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিউইয়র্কে পাতাল রেলে আগুনে নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

নিউইয়র্কে পাতাল রেলে আগুনে নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

নিউইয়র্কের ব্রুকলিনে পাতাল রেলে আগুনে নারীর মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২৩ ডিসেম্বর) পুলিশ কমিশনার জেসিকা টিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে ঘৃণ্য অপরাধ বলে মন্তব্য করেছেন।

পুলিশ হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে কাজ করছে। তবে এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। পুলিশ বলছে, নিহত ওই নারী এবং গ্রেফতারকৃত ব্যক্তি একজন অন্যজনের পূর্ব পরিচিত ছিল। আগুন দেওয়ার আগে নারীর কোনো মিথস্ক্রিয়া ছিল না।

বিজ্ঞাপন

তবে নিহত ওই নারীর ছবি বা পরিচয় প্রকাশ করেনি রেলের কর্মকর্তারা।

পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছিলেন, নিহত ওই নারী পাতাল রেলে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ওই সময় এক ব্যক্তি ওই নারীর কাছে এসে তার পোষাকে আগুন ধারিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন তার পরো শরীরে ছড়িয়ে পড়ে। রেলের কর্মকর্তারা গিয়ে দ্রুত সময়ে আগুন নিভিয়ে ফেললেও ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। আগুন জ্বালানোর জন্য একটি লাইটার ব্যবহার করেছিল অভিযুক্ত ব্যক্তি।

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের আগে নিউইয়র্কের স্কুল পড়ুয়া তিন শিক্ষার্থী জরুরি সেবা নম্বরে ফোনকলে জানায়, তারা সন্দেহভাজন ব্যক্তিকে অন্য একটি সাবওয়ে (পাতাল) ট্রেনে দেখেছে। পরে পুলিশ গিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার পকেটে একটি লাইটার পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।