দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেফতার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে (১৫ জানুয়ারি) একটি গাড়ীবহর তার বাসভবন থেকে বেরিয়ে গেছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে। ধারণা করা হচ্ছে এই বহরেই প্রেসিডেন্টকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিলো।
ঐতিহাসিক এ ঘটনার মধ্য দিয়ে দেশটিতে এই প্রথম দায়িত্বে থাকা কোন প্রেসিডেন্টকে গ্রেফতার করা হলো।
এর আগেও তাকে একবার গ্রেফতারের চেষ্টা করা হয়েছিল। তবে সেবার তা সফল হয়নি। শেষ পর্যন্ত দ্বিতীয় বারের এই চেষ্টায় তাকে আটক করার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তবে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেছেন, তিনি দুর্নীতি তদন্ত অফিসে (সিআইও) উপস্থিত হতে সম্মত হয়েছেন। এই সংস্থাই তার বিরুদ্ধে করা মামলার নেতৃত্ব দিচ্ছে।
‘অপ্রীতিকর রক্তপাত এড়াতে আমি সিআইওতে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এটা একটি অবৈধ তদন্ত,’-তিন মিনিটের এক সংক্ষিপ্ত বার্তায় বলেছেন তিনি।
‘দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তদন্তকারী সংস্থা কিংবা আদালত কোন গ্রেফতারি পরোয়ানা জারি করেনি। যদিও এখন অন্ধকার সময়...দেশের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী’-বলেন প্রেসিডেন্ট।
একই সাথে দেশের নাগরিকদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি তাদের শক্ত থাকার আহ্বান জানিয়েছেন।