অভিবাসীদের গ্রহণ করবে কলম্বিয়া, নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের গ্রহণে সম্মত হয়েছে কলম্বিয়া। এরই প্রেক্ষিতে কলম্বিয়ার অপর শুল্ক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রোববার (২৬ জানুয়ারি) হোয়াইট হাউজ জানিয়েছে, কোনো বিধিনিষেধ ছাড়াই নির্বাসিত অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হওয়ার পরে, মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার ওপর শুল্ক আরোপ করবে না।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছেন। এখন কোনোরকম ‘সীমাবদ্ধতা বা বিলম্ব ছাড়াই’ মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যদি কলম্বিয়া এই চুক্তিকে সম্মান করতে ব্যর্থ হয়, তাই দেশটির ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের খসড়া আদেশে স্বাক্ষর করা না হলেও তা সংরক্ষিত থাকবে। 

বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, ‘আজকের ঘটনাবলী বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র আবারও মহান। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত তাদের নাগরিকদের নির্বাসন গ্রহণে পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।’

এদিকে এক বিবৃতিতে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সাথে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে উঠেছি।’

তিনি বলেন, ‘আজ সকালে নির্বাসন ফ্লাইটে দেশে পৌঁছানোর কথা ছিল এমন কলম্বিয়ানদের ফিরিয়ে আনার সুবিধার্থে প্রেসিডেন্সিয়াল বিমান প্রস্তুত রেখেছে কলম্বিয়া সরকার।’

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্র থেকে ফেরা অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানালে কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ট্রাম্প।

বিজ্ঞাপন

এক পোস্টে ট্রাম্প লেখেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের ওপর ‘অবিলম্বে’ অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হবে। একইসঙ্গে কলম্বিয়ার পর্যটক ও নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞারও কথাও জানান ট্রাম্প।

উল্লেখ্য, বিবিসি জানায়, মুরিলো আগামী কয়েক ঘণ্টার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য ওয়াশিংটনে যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।