লাগেজ নিয়ে উমরা পালনকারীদের সুখবর দিল সৌদি
এখন থেকে পবিত্র উমরা পালনকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে লাগেজ মসজিদে হারামের লকারে রাখতে পারবেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সৌদি আরবের দেওয়া ঘোষণা অনুযায়ী, মসজিদে হারামের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, একজন উমরা পালনকারী সর্বোচ্চ চার ঘণ্টার জন্য সাত কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। তবে ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না। এ ছাড়া মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র, খাবার ও ওষুধ রাখা যাবে না। ব্যাগ জমা দিয়ে টিকিট নিতে হবে ও টিকিট দেখিয়ে পরে ব্যাগ ফেরত নিতে হবে।
উমরা পালনকারীরা সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা নিতে পারবেন। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে উমরা পালনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
সৌদি প্রেস এজেন্সি জানায়, নুসুক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন উমরা পালনকারীরা। এ ছাড়া কাবা শরিফের আশপাশের সব এলাকায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে।
উল্লেখ্য, নিরাপত্তা ও অন্যান্য কারণে জিনিসপত্র নিয়ে মসজিদে হারামের ভেতরে যাওয়ার অনুমতি নেই। তাই মূল্যবান ও যেকোনো জিনিস হেফাজতের জন্য হারামাইন পরিচালনা পরিষদ দুই হাজারের বেশি লকারের ব্যবস্থা করেছে। এই সেবা পেতে নির্দিষ্ট সময়ের জন্য কর্তৃপক্ষ নামমাত্র ও সৌজন্যতামূলক মূল্য নির্ধারণ করেছে। এর বাইরে এবার বিনামূল্যেও লাগেজ সেবার ব্যবস্থা করা হলো।
জানা গেছে, লকারব্যবস্থায় ১৫৫ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তারা সব ধরনের বিষয়াদি লক্ষ্য রাখেন। নেতিবাচক কোনো কিছু নজরে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। লকারগুলোর নিরাপত্তা ও নজরদারিতে ক্যামেরা স্থাপন করা হয়েছে।
লকারে কোনো লাগেজ থেকে গেলে, পাঁচ দিন পর নীল রঙের সংকেত দেয়। এতে ইঙ্গিত করা হয় যে, বাক্সটি বন্ধ করার পর থেকে আর খোলা হয়নি। তখন সেখানকার নির্ধারিত বিশেষ কমিটি আসবাবসামগ্রীগুলো সরিয়ে নির্দিষ্ট অন্য বক্সে রাখেন এবং মালিক ফিরে আসা পর্যন্ত নিপুণতার সঙ্গে রক্ষা করেন।