ইথিওপিয়ার স্কুলে হিজাব নিষিদ্ধের নিন্দা

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইথিওপিয়ার স্কুলে হিজাব নিষিদ্ধের নিন্দা, ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার স্কুলে হিজাব নিষিদ্ধের নিন্দা, ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের ইসলাম বিষয়ক সুপ্রিম কাউন্সিল আক্সাম শহরের স্কুলে হিজাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

টাইগ্রের ইসলাম বিষয়ক সুপ্রিম কাউন্সিলের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের ওপর সাম্প্রতিক সময়ে দেওয়া নিষেধাজ্ঞা কোনোভাবেই কাম্য নয়।

বিজ্ঞাপন

মুসলিম কাউন্সিল এমন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে ঘোষণা করেছে, উদ্ভুত এই সমস্যার সমাধান না হলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি টাইগ্রের প্রশাসনিক রাজধানী মেকেলের একাডেমিক কাউন্সিল এক বিবৃতিতে মুসলিম শিক্ষার্থীদের পোষাক কোডের বিষয়ে ফেডারেল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানায়। ওই নির্দেশিকায় শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা রয়েছে।

বিজ্ঞাপন

এরই প্রেক্ষিতে ইসলাম বিষয়ক সুপ্রিম কাউন্সিল বিবৃতি দিয়ে জানায়, এমন সিদ্ধান্ত মৌলিক অধিকার ও মানবাধিকার পরিপন্থী। সেই সঙ্গে তা আঞ্চলিক আইনকে অসম্মানের শামিল। কারণ, হিজাব নিষিদ্ধ করা নাগরিকদের মৌলিক অধিকার হরণ। আমাদের সংবিধানে বলা হয়েছে, সরকারি সব অফিস আঞ্চলিক আইন ও বিধি-বিধানকে লঙ্ঘন করবে না।

টাইগ্রের ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিলের সেক্রেটারি হাজি মোহাম্মদ কাহসাই বলেছেন, হিজাবে বিধি-নিষেধ অন্যায়। এর ফলে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক প্রভাব দেখা দেবে।

তিনি বলেন, হিজাব পরিধান করে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেক শিক্ষার্থী জাতীয় পরীক্ষায় নিবন্ধন করেনি।

হাজি মোহাম্মদ কাহসাই আরও বলেন, টাইগ্রের বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে ধর্মীয় সংকট কাম্য নয়। এটা এই অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করবে।

ইথিওপিয়ার জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ মুসলমান। অর্থোডক্স খ্রিস্টান ধর্মের পর ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম।

ইসলামের ইতিহাসে ইথিওপিয়া বিশেষ জায়গা দখল করে আছে। বেশ কয়েক বছর ধরে দেশটির মুসলমানরা সামাজিক-রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রান্তিকতার শিকার। সেই সঙ্গে তাদের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার নিয়ে চলে নানা টানাপোড়েন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৭৯০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট শহর নেগাস। দেশটির উত্তর সীমান্তে এর অবস্থান। ছোট্ট এই শহর মুসলিম ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মক্কার নিপীড়িত মুসলিমরা সর্বপ্রথম এই শহরেই আশ্রয় নিয়েছিল বলে মনে করা হয়। মদিনা নগরীতে ইসলামের প্রসার ঘটার আগেই নেগাসে পৌঁছেছিল ইসলামের বাণী।