ফের দুই দিনের রিমান্ডে আনিসুল হক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আনিসুল হক/ ফাইল ছবি

আনিসুল হক/ ফাইল ছবি

ফের দুইদিনের রিমান্ড দেওয়া হয়েছে সবাকে আইনমন্ত্রী আনিসুল হককে। রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামালায় তাকে এ রিমান্ড মঞ্জুর দিয়েছেন আদালত। 

সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতকে পুলিশ জানায়, গত ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও বাকি আসামিদের তথ্য সংগ্রহে আসামির রিমান্ড প্রয়োজন।

তবে তার আইনজীবী বলেন, আনিসুল হকের কাছে সুনির্দিষ্ট কোন প্রমাণ নেই। তাকে রিমান্ডে নিয়ে বারবার হয়রানি করা হচ্ছে। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ আগস্ট (মঙ্গলবার) রাতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ।