আজিমপুরে ডাকাতির সময় শিশু অপহরণকারী নারী রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার আজিমপুরে ডাকাতিr সময় আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফা অপহরণ মামলায় অপহরণকারী ফাতেমা আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আবুল ফারেজ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি তারা একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীকে ওই শিশুর পরিবার শিশুকে উদ্ধারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চায়।

গত ১৬ নভেম্বর রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে এই অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করে। অপহৃত ৮ মাস বয়সী শিশুকন্যা আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।