আইইবি কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইইবি)-এর নির্বাহী কমিটির সকল কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তানিয়া শার্মী শুনানি শেষে নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

বিচারক আদেশে উল্লেখ করেন, তফসিল বর্ণিত অফিসের পদসমূহ দখল করতে না পারে কিংবা কার্য নির্বাহী কমিটি হিসেবে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে তদমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হলো।

বিজ্ঞাপন

বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এসময় তাকে সহযোগিতা করেন আইনজীবী প্রিন্স আল মাসুদ, তাওফীক ফাহমী ও এমানুল হক চৌধুরী।

গত ১২ নভেম্বর প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রউফ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এরপর গত ১৯ নভেম্বর বিবাদীদের প্রতি পাঁচ কার্যদিবসের মধ্যে আপত্তি দাখিলের জন্য শোকজ প্রদান করেন বিচারক।

মামলার বিবাদীরা হলেন- প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রিজু),খান মনজুর মোরশেদ,শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূইয়া, এ. টি. এম তানভীরুল উল হাসান (তমাল), মো. সাব্বির মোস্তফা খান, মোহাম্মদ মাহবুব আলম, মো. নুর আমিন, সাব্বির আহমেদ ওসমানী, আহসানুল রাসেল, মো. হেলাল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, মো. কামরুল ইসলাম, কে এম আসাদুজ্জামান ও আলমগীর হাসিন আহমেদ।

মামলায় উল্লেখ করা হয়, মোকদ্দমার বিবাদীরা পরস্পর যোগ সাজসে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এইবি) এর ব্যানারে বিগত ২৩ অক্টোবর দৈনিক কালবেলা পত্রিকায় ২, ৬ এবং ১৫ নং বিবাদীর স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি প্রচার করে ২৪ অক্টোবর তারিখে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত মিটিংয়ে অত্র মোকদ্দমার ১-১৪ নং বিবাদীগণকে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কমিটি ঘোষণা করে।