সাবেক এমপি পোটন রিমান্ডে, নতুন মামলায় গ্রেফতার ৮ জন
যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামাল আশরাফ খান পোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়াও পৃথক ৪ মামলায় নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।
গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অবঃ) জিয়াউল আহসান, সাবেক এমপি ও মো সাদেক খান। গ্রেফতার দেখানোর সময় তাদেরকে আদালতে হাজির করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, পোটন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অংগসংগঠনের কর্মীরা বিএনপির সমাবেশকে পন্ড করার জন্য আক্রমণ ও হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
পোটনের আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠার আদেশ দেন আদালত।