সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ড শেষে কারাগারে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ড শেষে কারাগারে

সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ড শেষে কারাগারে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. ইসমাইল হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) দুই দিনের রিমান্ড শেষে আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে শনিবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন