সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনে মো. সাগর নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা: মো. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) মামলা তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন।

বিজ্ঞাপন

আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী
এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

অনুমতি নিয়ে এনামুর রহমান আদালতে দাবি করেন, জুলাই থেকে অক্টোবর চার মাসে গুলিবিদ্ধ ২৯০ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন।

জামিনের বিরোধিতা শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রানা প্লাজার আহতের চিকিৎসা দিয়ে তিনি আলোচনায় আসেন। পরবর্তী তার মাথায় ফ্যাসিস্টের ভূত চেপে বসেন। তাকে পুরস্কার স্বরুপ তাকে প্রতিমন্ত্রী বানানো হয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছেন এনামুর। আমরা চাই যারা ফ্যাসিজমে কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক।

এরপর আসামিপক্ষে তার আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানিতে বলেন, গত সংসদ নির্বাচনে তিনি এমপি ছিলেন না। এই হত্যা মামলার সঙ্গে তিনি জড়িত না। তিনি থাকেন সাভারে৷ অথচ ঘটনাস্থল মিরপুর। উনি অনেক অসুস্থ ও বয়স্ক। এ বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

এসময় আদালতের অনুমতি নিয়ে এনামুর বলেন, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। জুলাই থেকে অক্টোবর চার মাসে গুলিবিদ্ধ ২৯০ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। জরুরি বিভাগ থেকে আহত ৫৭৬ জনকে চিকিৎসা সেবা দিয়েছি৷ মিরপুর হত্যার সঙ্গে আমার কোন সংশ্লিষ্ট নেই। গত নির্বাচনে হেরে দলের সঙ্গে জড়িত ছিলাম না। মন খারাপ থাকায় হাসপাতাল নিয়েই ব্যস্ত ছিলাম।

গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।