কুকুর হত্যার বিচার পেতে আদালতে প্রাণিপ্রেমীরা, তদন্তে পিবিআই 

  • ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিচারের দাবিতে মানববন্ধনে প্রাণিপ্রেমীরা-সাম্প্রতিক ছবি

বিচারের দাবিতে মানববন্ধনে প্রাণিপ্রেমীরা-সাম্প্রতিক ছবি

থানা পুলিশ কোন উল্লেখযোগ্য পদক্ষেপ না নেওয়ায় অবশেষে কুকুর হত্যার বিচার পেতে অবশেষে আদালতে গেলেন প্রাণিপ্রেমীরা। রাজধানী ঢাকার জাপান গার্ডেন সিটি হাউজিং কমপ্লেক্সে বিষ প্রয়োগে গণহারে কুকুর হত্যার অভিযোগে গতকাল আদালতে মামলা দায়ের করল চারটি প্রাণিকল্যাণ সংগঠন।

স্টেলা এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, অভয়ারণ্য বাংলাদেশ প্রাণিকল্যাণ ফাউন্ডেশন ও পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (প ফাউন্ডেশন) পক্ষে সিএমএম ১৭ নম্বর আদালতে মামলাটি করেন স্থপতি রাকিবুল হক এমিল।

বিজ্ঞাপন

মামলায় সহযোগিতা করেন আইনজীবী জাকির হোসাইন। মামলার আবেদন ও আইনজীবীর বক্তব্য শুনে আদালত বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০-এর ৪২৮ ও ৫০৬ ধারায় মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তভার প্রদান করেন। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২২ নভেম্বর গণহারে কুকুর হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

এ হত্যাকান্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদাবর থানায় পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে সমন্বয়ক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ একটি লিখিত অভিযোগ করেন। আদাবর থানা কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত আদালতে মামলা করতে হলো সংক্ষুব্ধদের।

বিজ্ঞাপন