বাংলামোটর অবরোধ করে বিক্ষোভ কাতার গমনেচ্ছুদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভিসা ও মেডিকেল করানোর কথা বলে হয়রানির অভিযোগে বাংলামোটর সড়ক অবোরধ করে বিক্ষোভ করছে কাতার গমনেচ্ছুরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলামোটর কাতার মেডিকেল সেন্টারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

মেডিকেল করাতে ভোলা থেকে গতকাল রাতে ঢাকায় এসেছে সাজ্জাদ হোসেন। বার্তা২৪.কমকে তিনি বলেন, আমাদের আজকে মেডিকেল করার তারিখ ছিলো। ভোর ৩টা থেকে এখানে আছি। এখন সকালে অফিস খুলে আমাদের বলতেছে আজকে মেডিকেল হবে না। আগামী ১৯ তারিখ মেডিকেল হবে।

একই অভিযোগ কাতারে যেতে ইচ্ছুক পটুয়াখালী থেকে আসা আমীর হোসেনের। বার্তা২৪.কমকে তিনি বলেন, ১৫ দিন আগে আমাদের জানানো হয়েছে আজকে ১০ তারিখ আমাদের মেডিকেল হবে। কিন্তু আজকে আসার পরে বলে আগামী ১৯ তারিখ হবে মেডিকেল হবে।

আমীর হোসেনের অভিযোগ, ঢাকায় আমাদের অনেকের থাকার জায়গা নেই। এতদূর থেকে এসে এখন বলতেছে আজকে মেডিকেল হবে না। আমাদের ক্ষতিপূরণ কে দেবে।

আমীর হোসেন ও সাজ্জাদ হোসেনের মতো এমন তিন শতাধিক কাতার যেতে ইচ্ছুক লোকের মেডিকেলের কথা ছিলো আজ। কিন্তু হঠাৎ সকালে তাদের জানানো হলো আজকে মেডিকেল হবে না। এতে সবাই ক্ষোভে বাংলামোটর সড়ক অবরোধ করেছে।

বাংলামোটর রূপায়ণ টাওয়ারে অবস্থিত কাতার মেডিকেল সেন্টারে কথা বলতে গেলে ভেতরে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা রক্ষীরা।