নেত্রকোনায় ১২ বোতল ভারতীয় মদসহ আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

নেত্রকোনায় ১২ বোতল ভারতীয় মদসহ আটক ১

নেত্রকোনায় ১২ বোতল ভারতীয় মদসহ আটক ১

নেত্রকোনার কলমাকান্দায় চোরাই পথে আনা ভারতীয় ১২ বোতল মদসহ মো: জালাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন পিবিজিএমের নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১০ টা ১৫ মিনিটে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের নংলাই পাঁচগাও এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত জালাল মিয়া উপজেলার ধারাপাড়া গ্রামের মমত হোসেন আলীর ছেলে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮৫/৮-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিওপির টহল দল কর্তৃক নংলাই পাঁচগাও নামক এলাকা হতে ভারত থেকে বাংলাদেশে আনার সময় ১২ বোতল ভারতীয় মদসহ (আইস ভদকা ৩৭৫ মি.লি. প্রতি বোতল) একজনকে আটক করা হয়েছে।

বিজিবি আরও বলেন, আটকৃত জালাল মিয়া দীর্ঘদিন যাবত ভারত হতে মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত রয়েছে। পরে মদসহ আটককৃতকে কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, বিজিবি অভিযানে আটকৃত জালাল মিয়া নামের একজনের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা অজু করা হয়েছে। শুক্রবার তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।