বিদ্যুতের মিটার নিয়ে মোবাইল নম্বর রেখে গেলেন চোর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মিটার চুরি

চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মিটার চুরি

চাঁপাইনবাবগঞ্জে এক রাতে ১২ টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মিটার চুরির ঘটনা ঘটেছে। একই সঙ্গে চুরির স্থনে মোবাইল নম্বর রেখে গেছেন চোর। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করে মিটার ফেরত দিতে চান চোরচক্র।

সোমবার (১৪ আক্টোবর) দিবাগত রাতে নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিটারগুলো চুরি হয়। পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ও ভুক্তভোগী গ্রাহকরা জানিয়েছেন, রাইস মিলসহ উৎপাদনভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মিটার চুরি করে নিয়ে যায় চোরচক্র। চুরির সময় সেখানে একটি মোবাইল নম্বরও রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করলে ১০ থেকে ১৫ হাজার টাকা করে দাবি করা হয়। দাবির টাকা দিলে চুরির মিটার ফেরত দিতে চান তারা। অন্যথায় নতুন মিটার লাগানো হলে সেগুলো পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল পর্যন্ত গোমস্তাপুর থানায় এমন চারটি অভিযোগ দিয়েছেন গ্রাহকরা। থানার ওসি শহীদুল ইসলাম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।