প্রবারণায় ফানুসে আলোকিত চট্টগ্রামের আকাশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ফানুসের আলোকিত চট্টগ্রামের আকাশ/ছবি: বার্তা২৪.কম

ফানুসের আলোকিত চট্টগ্রামের আকাশ/ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামে প্রবারণা পুর্ণিমার ফানুস উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে বন্দরনগরীর আকাশ।

বিজ্ঞাপন

প্রবারণার সবচেয়ে বড় অনুষঙ্গ ফানুস উড়ানোর সবচেয়ে বড় আয়োজনটা হয় নন্দনকানন এলাকায়। হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীরা রং-বেরংয়ের ফানুস নিয়ে হাজির হন বিহার চত্বরে। সন্ধ্যার আগেই বিহারের আঙ্গিনা ছাড়িয়ে অনুরাগীদের ভিড় ঠেকে আশপাশের সড়কগুলোতে।

ফানুসের আলোকিত চট্টগ্রামের আকাশ/ছবি: বার্তা২৪.কম

দুর দুরান্ত থেকে ফানুস উৎসবে যোগ দিতে আসা বুদ্ধ ভক্তদের বিশ্বাস আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করার নামই প্রবারণা। যার আলোতে কেটে যাবে সব অন্ধকার।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রত্যাশা, হিংসায় উন্মত্ত অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের মুলমন্ত্রে উজ্জীবিত হওয়ার ব্রত নিয়েই প্রবারণার উৎসব পালন করছেন তারা।